রবিবার ● ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী নিখোঁজ
ঝিনাইদহে মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী নিখোঁজ
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১০.৪০মিঃ) ইউনিয়ন পরিষদের সদস্যপদে মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন থেকে নিখোঁজ আছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আলমগীর হোসেন (৪৫)৷ তিনি উপজেলার রাখালগাছি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বনি্দ্বতার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন৷ আলমগীর ওই ওয়াডের্র আওয়ামী লীগের সভাপতি৷
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ঋণ খেলাপির অভিযোগে আলমগীর হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে৷ ২৯ মার্চ প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই হয়৷ এ সময় আলমগীর হোসেনের মনোনয়ন বাতিল হয়৷ অবশ্য আলমগীরের ভায়রা মহাসিন আলী দাবি করেন, তাঁদের কাছে ব্যাংকের ছাড়পত্র রয়েছে৷ কিন্তু প্রার্থী নিখোঁজ থাকায় তাঁরা সেই কাগজ জমা দিতে পারেননি৷ মহাসিন আলী বলেন, তাঁর ভায়রা আলমগীর দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত৷ তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি৷
২৭ মার্চ আলমগীর মনোনয়নপত্র জমা দেন৷ পরদিন ২৮ মার্চ সন্ধ্যায় মান্দারবাড়িয়া বাজারের পাশে তাঁর এক আত্মীয়ের বাড়িতে বসে গল্প করা অবস্থায় তাঁর মুঠোফোনে কল আসে৷ এরপর তিনি বেরিয়ে কয়েকজনের সঙ্গে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে চলে যান৷ এরপর আর ফিরে আসেননি৷ তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনে যেন তিনি প্রতিদ্বনি্দ্বতা করতে না পারেন সে জন্য তাঁকে অপহরণ করা হয়েছে৷ তাঁকে গুম করা হতে পারে বলে আশঙ্কা করেন পরিবারের সদস্যরা৷ এ বিষয়ে কালীগঞ্জ থানায় তাঁরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে৷
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে তাঁরা তদন্ত করছেন৷ তাঁর সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে৷