মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেলোয়ার অবশেষে ঢাকা থেকে গ্রেফতার
দেলোয়ার অবশেষে ঢাকা থেকে গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রহমানগর গ্রামের আব্দুর রউফের পুত্র ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী দেলোয়ার হোসেনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-২ এর সহযোগিতায় আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি ডায়গস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পুলিশের কাছ থেকে খুব চতুরতার সাথে পালিয়ে বেড়াচ্ছিল। দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, প্রতারণা করে নিজেকে র্যাব, পুলিশ, সাংবাদিক ও সিআইডি পরিচয় দিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, রামপাশার মানবপাচার মামলায় জড়িত রফিকুল ইসলাম ও অনন্যা প্রিয়া পিংকিদের সাথে সখ্যতা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, ঢাকাতে দেলোয়ারের অবস্থান নিশ্চিত হয়ে থানার এসআই জয়ন্ত সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রোববার ঢাকা যান এবং তারা র্যাব-২ এর সহযোগিতার দেলোয়ারকে গ্রেফতার করতে সক্ষম হন।
বিশ্বনাথের ডা. শিশির ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ
বিশ্বনাথ :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামের কৃতিসন্তান অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।
রবিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্মসচিব (পার-১) মল্লিকা খাতুন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সাড়ে ১১ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন
ও ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি মোকাব্বির
বিশ্বনাথ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, সুশিক্ষা গ্রহনের জন্য শিক্ষার্থীদেরকে সুষ্ঠ পরিবেশ ও খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করে দিয়ে তাদের মনে সুশিক্ষা অর্জনের বীজ বপন করে দিতে হবে আমাদেরকে।
সুশিক্ষায় শিক্ষিত জাতি ছাড়া কখনও জাতির কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া সড়কগুলোসহ দ্রুতই বিশ্বনাথের প্রত্যেক এলাকার সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। তবে সরকারের গ্রহন করা প্রকল্পগুলোর সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, এর তদারকি করতে হবে রাষ্ট্রের মালিক জনগণকেই।
তিনি সোমবার (১৩ ফেব্রুয়ারী) সিলেটের বিশ্বনাথে স্থানীয় সরকাল প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ‘বিশ্বনাথ-খাজাঞ্চী-কামাল বাজার সড়ক’র সংস্কার কাজের ভিত্তিপ্রস্থর এবং প্রায় ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত পৌর এলাকার শিমুলতলা গ্রামের ‘নতুনকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়’র নতুন একাডেমিক ভবনের ও প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘আমতৈল বাজার হতে গাজীর মোকাম সড়ক’র পাকাকরণ কাজের পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে একথাগুলো বলেন। পৃথক অনুষ্ঠানগুলোতে পৃথক পৃথকভাবে দোয়া করা হয়।
নতুনকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌর এলাকার শিমুলতলা গ্রামের মুরব্বী আলহাজ্ব আব্দুল হকের সভাপতিত্বে ও সংগঠক কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকাল প্রকৌশল অধিদপ্তরের সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী ইনামুল কবীর, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী সুমন, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নজরুল ইসলাম দুলাল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সৈয়দ সামির আলী সানী ও স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ ইমদাদুল হক।
পৃথক উদ্বোধনী ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানগুলোতে বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, আওয়ামী লীগ নেতা মাহবুব মিয়া, গণফোরাম নেতা নিজাম উদ্দিন, বিএনপি নেতা মাহতাব উদ্দিন, সংগঠক মোস্তাক আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দাওয়াতুল ইসলাম লুটন শাখার দায়িত্ব শীল সমাবেশ অনুষ্ঠিত
বিশ্বনাথ :: বৃটেনের লুটন ডাউন্সটেবল ১০৮ শেরলী রোডের ঈমাম মাওলানা নূরুর রহমান আরবীর বাসায় দাওয়াতুল ইসলাম লুটন শাখার এক জরুরী দায়িত্বশীল সমাবেশ ইমাম নুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
১২ ফেব্রুয়ারী রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় এ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। লুটন এর সকল দায়িত্বশীলদের উপস্থিতিতে সমাবেশে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের ডেপুটি সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল মুকিত।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার জনাব মারফত আলী।
সমাবেশ শেষে লুটন শাখার পক্ষ থেকে টার্কির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য কালেকশন কৃত টাকা কেন্দ্রীয় তহবিলে প্রদান করেন লুটনের নেতৃবৃন্দ।
এছাড়াও সমাবেশে বার্ষিক কর্ম পরিকল্পনা অনুমোদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিশ্বনাথে সাংবাদিক শফিককে
চিকিৎসা সহায়তা দিলেন তিন প্রবাসী
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে নানান রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত সাংবাদিক শফিকুল ইসলাম শফিককে চিকিৎসা সহায়তা হিসেবে ২০ হাজার টাকা প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী ফখরুল ইসলাম, বেলাল আহমদ ও শিপন আহমদ।
রবিবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রবাসীদের ফেরিত অর্থ পৌর শহরের পুরাণগাঁও গ্রামস্থ শফিকের নিজ বাড়িতে গিয়ে তার (শফিক) হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রবাসীদের ফেরিত অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সদস্য জাবেদ মিয়া, বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ উপজলো খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
বিশ্বনাথের খছরু মিয়া ফুলতলী ছাব বাড়ির পুকুরে ডুবে মৃত্যু
বিশ্বনাথ :: সিলেটের জকিগঞ্জের বাদেদেওরাইল ফুলতলী ছাব বাড়ির মসজিদ সংলগ্ন পুকুর থেকে বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের বেতসান্দি গ্রামের মৃত ছালিম উদ্দিন মাস্টারের কনিষ্ট ছেলে মানসিকভাবে অসুস্থ খছরু মিয়ার (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পুকুরে নেমে ডুব দিয়ে নিখোঁজ হওয়ার পর থেকে টানা তিনঘন্টা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করে একটি সূত্র।
জানা গেছে, রবিবার খছরু মিয়ার স্ত্রী-সন্তান নিয়ে ফুলতলী ছাব বাড়িতে গিয়েছিলেন। সেখানে অবস্থান করা কালিন হঠাৎ করে তিনি ছাব বাড়ির মসজিদ সংলগ্ন পুকুরের মধ্যখানে গিয়ে ডুব দিয়ে নিখোঁজ হয়ে যান।