মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বিবি মরিয়ম হিফয মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান
বিবি মরিয়ম হিফয মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিবি মরিয়ম হিফয মাদ্রাসা’র ৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের পবিত্র কুরআন সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর উত্তর পাড়া বিবি মরিয়ম হিফয মাদ্রাসা হল রুমে মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রকিবের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাের উপদেষ্টা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য ও সবক প্রদান করেন মোহাম্মদপুর ইসলামীক একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হালিম জামাল পুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা নাসির উদ্দীন।
অনুষ্ঠানে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সার্বিক বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জহিরুল আলম।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা নিজাম উদ্দিন এবং ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মোহনা।
এসময় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মনির আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা বেলাল হোসেন, মাওলানা ইয়াকুব, শফিউল আলম, মোহাম্মদ নুর ইসলাম, সাফওয়ান, মোঃ বেলাল, রফিকুল ইসলাম ভূঁইয়া।
সবক প্রদান অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন সিরাজুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলম।
বিবি মরিয়ম হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুরুল হুদা ও হাফেজ মাওলানা জহিরুল আলম তাদের বক্তব্যে জানান, ২০১৯ সালের জানুয়ারি মাসে উক্ত প্রতিষ্ঠান ১শত শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৫ জন শিক্ষক ও ২ জন শিক্ষিকা ও ১৩৫ জন শিক্ষার্থী রয়েছে এবং নূরানী ও এবতেদায়ী শাখা ও প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে। এছাড়াও উক্ত প্রতিষ্ঠান থেকে গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগসুবিধা প্রদান সহ জাতীয় দিবস পালন, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে মনিটরিং, মাসিক পরীক্ষা নেওয়া, দূর্বল শিক্ষার্থীদের বাছাই করে পাঠদান কার্যক্রম সম্পন্ন করে আসছে।
সবক প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও সকল অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।