রবিবার ● ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » অক্সিজেন এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ
অক্সিজেন এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ
চট্টগ্রাম প্রতিনিধি :: (৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় দুপুর ২.২০মিঃ) বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা থেকে ছিনতাই করা মালামালসহ তিন ছিনতাইকারী আটক করেছে পুলিশ।
শনিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটক তিন ছিনতাইকারী হলো- আজম খান(২৩), মো. নাজিম(২১) ও মোরশেদ আলম (২১)। তাঁরা সবাই হাটহাজারী উপজেলার গরদুয়ারা এলাকার বাসিন্দা এবং পেশায় সিএনজি অটোরিকশা চালক।
সূত্র জানায়, ইউনিলিভার বাংলাদেশ’র কর্মকর্তা জহিরুল ইসলাম শনিবার দিনগত রাত আড়াইটার দিকে গ্রামের বাড়ি বরগুনা থেকে বাসযোগে এসে নগরীর জিইসি মোড়ে নামেন। সেখান থেকে রিকশায় চড়ে কালুরঘাট যাওয়ার পথে দুই নম্বর গেইট এলাকায় ছিনতাইয়ের শিকার হন। গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানা পুলিশের একটি দল পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের আটক করে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, ‘রাতে খুলশী থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় বরগুনা থেকে আসা এক বাসযাত্রীর কাছ থেকে ছিনতাই করে পালানো সময় মালামালসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি চাপাতি ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।’
এ ঘটনায় খুলশী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।