সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » গাজিপুর » বাজার মূল্য নিয়ন্ত্রনের ব্যর্থতা ঢাকতে সরকার দমন পীড়ণের পথ অবলম্বন করছে
বাজার মূল্য নিয়ন্ত্রনের ব্যর্থতা ঢাকতে সরকার দমন পীড়ণের পথ অবলম্বন করছে
গাজিপুরের জিরানীতে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ ও নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশে পুলিশি হামলা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু হাসান টিপু।
তিনি বলেছেন, বাজার মূল্য নিয়ন্ত্রনের ব্যর্থতা ঢাকতে সরকার দমন পীড়ণের পথ অবলম্বন করছে। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ঘটলেও বাজার মূল্যের সাথে সংগতি রেখে শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ না করে শ্রমজীবী মানুষের অসহায়ত্ব আরও বাড়িয়ে তুলছে। সরকারের কর্তা ব্যক্তিরা দুর্ভিক্ষের আগাম বার্তা দিলেও সেই দুর্ভিক্ষ রোধে তাদের পক্ষ থেকে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করতে দেখা যাচ্ছে না। একদিকে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধি না হওয়ায় শ্রমিক পল্লীতে যে হাহাকার চলছে সেদিকে সরকারের কোন ভ্রুক্ষেপ নেই।
আবু হাসান টিপু বলেছেন, অবিলম্বে মজুরি বোর্ড গঠন ও জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করা এখন কেবল সময়ের দাবীই নয় বরং সম্ভাব্য দুর্ভিক্ষ রোধেও এটা হবে কার্যকর ব্যবস্থা। তিনি অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাজার মূল্য নিয়ন্ত্রনের জন্য সরকারের প্রতি জোর দাবী করেন।
তিনি গাজিপুরের জিরানীতে ১৯ ফেব্রুয়ারি বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে বিনাউস্কানিতে এলোপাতারি লাঠিপেটা করে সমাবেশ পন্ড করা, সংগঠনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু সহ ১৫ জন নেতাকর্মীকে আহত করে সংগঠনের ব্যানার ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার জোর দাবী করেন।