বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » এসএসসি-২০০২ ব্যাচের ব্যতিক্রমী আয়োজন
এসএসসি-২০০২ ব্যাচের ব্যতিক্রমী আয়োজন
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: এসএসসি-২০০২ ব্যাচ এবং এইচএসসি-২০০৪ ব্যাচের সারা বাংলাদেশের সহপাঠীদের (০২-০৪ গ্রুপের) আয়োজনে এবং মিরসরাই উপজেলা প্রশাসনের সহযোগীতায় দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মধ্যে বিনামূল্যে “ফ্রি হেলথ ক্যাম্প-২০২৩” সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠান মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল ৯ নং ওয়ার্ডের নলখো ত্রিপুরা পাড়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বোধন আবৃত্তি চট্টগ্রাম এবং এসএসসি-২০০২ ও এইচএসসি -২০০৪ ব্যাচের সদস্য আরশি ও সফল বড়ুয়া’র যৌথ সঞ্চালনায় এবং মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ফ্রি হেলথ ক্যাম্প ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: মো: ইসমাইল খান, উপ-পরিচালক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
০২-০৪ গ্রুপের অকালে ঝরে যাওয়া কিছু সহপাঠী বন্ধুদের স্মরণে চিকিৎসা বিভাগের বুথ করা হয়। ৩৪জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এই ফ্রি হেলথ ক্যাম্প সম্পন্ন করা হয়। প্রায় ৪ হাজারের অধিক লোকের চিকিৎসা সেবা নিশ্চিৎ করা হয়, ২ হাজারের অধিক মানুষের বি-হ্যাপি- সবজি উপহার গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের জন্য টার্গেট পার করে ঔষধ সরবরাহ করার সফলতা মিলে সুবিধাবঞ্চিত নলখো ত্রিপুরা পাড়া ও আশপাশের জনগোষ্ঠীর। খৎনা করানো হয় ৫৬ জন শিশুর। প্রায় ১৫০০’র অধিক মানুষকে সাইলেন্ট স্মাইল প্রজেক্টের মধ্য দিয়ে বস্ত্র উপহার বিতরণ করা হয়। ৩০ জনের অধিক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বিদ্যালয়ে খেলার সামগ্রী দেয়া হয়।
স্বাগত বক্তব্য রাখেন ফ্রি হেলথ ক্যাম্প ২০২৩ আহবায়ক জনি ঘোষ।
বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে এসএসসি-২০০২ ও এইচএসসি-২০০৪ ব্যাচের (০২০৪ গ্রুপের) সকল সদস্যরা এই মানবিক কাজে অংশ নেন।
সকাল ৮টায় একুশের প্রভাতফেরীর মধ্য দিয়ে শুরু হয় এবং সবশেষে বিকেলে বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।