রবিবার ● ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশ্ব অটিজম দিবস পালিত
গাজীপুরে বিশ্ব অটিজম দিবস পালিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মিঃ) গাজীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে৷ সমাজসেবা অধিদফতর ও জেলা প্রশাসনের আয়োজনে এনজিও পরশ, অধিকার সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন, পিপিলস ডেভেলমেন্ট ফাউডেশনের সহযোগীতায় ২ এপ্রিল শনিবার জেলা প্রশাসক কার্যালয় রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ির নাটমন্দিরের সভাস্থলে এসে শেষ হয়৷
সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শংকর শরণ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেহানুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান, পরশ-গাজীপুরের নির্বাহী পরিচালক ফয়জুননেছা লাভলী, শিক্ষা কর্মকর্তা শামীমা ফেরদৌস ও সমাজসেবা গাজীপুর অফিসের রেজিষ্টার মো. বোরহান উদ্দিন প্রমুখ৷
পরশের অটিজম শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ তারা তিন দিনের জন্য নীলবাতি প্রজ্জ্বলন করে বিভিন্ন প্রতিষ্ঠানে৷
সকালে সিভিল সার্জন অফিসে অটিজম বিষয়ের উপর আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়৷
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান, স্বাচিপের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমির হোসেন রাহাত, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক)-এর অধ্যক্ষ ডা. সুবাষ চন্দ্র সাহা ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবদুস সালাম সরকার প্রমুখ৷