শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
ঘোড়াঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ ফেব্রুয়ারি সকালে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপর উপজেলার আদিবাসী তরুণীদের নৃত্যের তালে তালে অতিথিদের বরন করা হয়। পরে প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন।
ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, সিংড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাত হোসেন, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, উপজেলা খামার মালিক এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, ছাগল খামারী ইফতেখার আহমেদ বাবু সহ আরও অনেকে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ৪০ টি স্টলে অংশ গ্রহণকারীদের সম্মানীসহ ৭ টি ক্যাটাগরিতে ২১ জনের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন ডাঃ আরিফা পারভীন, উপজেলা সহকারী কর্মকর্তা আব্দুল মতিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।