মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী
রাঙামাটিতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী
ক্রীড়া প্রতিবেদক :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৪.১০মিঃ) ক্রীড়ার মানউন্নয়নের লক্ষে রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠান মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ও মুজাদ্দেদ-ই-আল ফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়ের মোট ৩০জন ছাত্রদের অংশগ্রহণে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ রবিবার ৩ এপ্রিল শেষ হয়েছে৷
প্রশিক্ষণ শেষে রবিবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া বিভাগের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সদস্য ত্রিদীপ কান্তি দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রশিক্ষানার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন৷ এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন৷