মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » ঢাকা ও রংপুরে গুলিতে ২ বিদেশি নাগরিকের মৃত্যুর পর বিদেশী পর্যটকেরা নিরাপত্তার ভুগছেন
ঢাকা ও রংপুরে গুলিতে ২ বিদেশি নাগরিকের মৃত্যুর পর বিদেশী পর্যটকেরা নিরাপত্তার ভুগছেন
ছবি : সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার থেকে ফিরে যাচ্ছেন অনেক বিদেশি পর্যটক। বিভিন্ন হোটেলে বিদেশি নাগরিকদের বুকিংও বাতিল করা হচ্ছে। এ ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল মালিকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, নিরাপত্তার শঙ্কার কারণে ভ্রমণ সংক্ষিপ্ত করে বিদেশি পর্যটকেরা কক্সবাজার ছেড়ে যাচ্ছেন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, গত শনিবার মারমেইড বিচ রিসোর্ট, সি-গাল, ওশান প্যারাডাইস, সায়মন বিচ রিসোর্টসহ বিভিন্ন হোটেলে ৩০ জন বিদেশি নাগরিক ছিলেন। গতকাল তাঁদের অধিকাংশ ঢাকায় ফিরে গেছেন। কী কারণে তাঁরা ফিরে গেছেন, তা জানা যায়নি।
ওসি বলেন, বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সব হোটেলে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
হোটেল মালিকেরা জানান, গত ২৬ সেপ্টেম্বর (ঈদের পরদিন) থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রায় পাঁচ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন। এর মধ্যে কয়েক শ বিদেশি পর্যটকও ছিলেন। বেশির ভাগ বিদেশি পর্যটক ছিলেন শহর থেকে ১৫ কিলোমিটার দূরে পেঁচারদ্বীপ এলাকার ‘মারমেইড বিচ রিসোর্টে’। কিন্তু গতকাল সেখানে কোনো বিদেশি পর্যটক ছিলেন না।
জানতে চাইলে মারমেইড বিচ রিসোর্টের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, গত সেপ্টেম্বর মাসে তাঁদের ৫০টি কটেজে বেড়াতে আসা পর্যটকদের বেশির ভাগই ছিলেন বিদেশি নাগরিক। এ মাসের প্রথম তিন দিনে ৫০ ভাগ কটেজেই বিদেশি অতিথি ছিলেন। কিন্তু গতকাল নিরাপত্তার অজুহাতে সব বিদেশি ঢাকায় ফিরে গেছেন। তাঁদের আরও দু-তিন দিন থাকার কথা ছিল। এ ছাড়া ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কটেজের বুকিং বাতিল করা হয়েছে। যাঁরা বুকিং বাতিল করেছেন, তাঁরা সবাই বিদেশি নাগরিক।
হোটেল মালিকেরা জানান, ঢাকা ও রংপুরে দুর্বৃত্তের গুলিতে দুই বিদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় পর্যটকেরা নিরাপত্তার শঙ্কায় ভুগছেন। এ ছাড়া কয়েকটি দেশ তাঁদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে। তাই নিরাপত্তার কারণে তাঁরা কক্সবাজার ছাড়ছেন।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সুলতান জানান, কক্সবাজারে এখন ১০ হাজারের মতো পর্যটক রয়েছেন। এর মধ্যে বিদেশি পর্যটক নেই বললেই চলে।
ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর বলেন, বিদেশি নাগরিকেরা হোটেলে আসার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য মালিকদের বলা রয়েছে। এ ছাড়া হোটেল থেকে বিদেশিরা কোথায় যাচ্ছেন, তা-ও পুলিশকে জানাতে হবে। বিদেশিদের নিরাপত্তা দেবে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হোটেল ওশান প্যারাডাইসের ব্যবস্থাপক (আবাসিক) আবদুল মাজেদ জানান, গত শনিবার হোটেলে তিনজন বিদেশি অতিথি ছিলেন। গতকাল দুপুরে তাঁরা ঢাকায় ফিরে গেছেন। গত সেপ্টেম্বর মাসে এই হোটেলে প্রায় ৫০ জন বিদেশি অতিথি বেড়াতে এলেও এ মাসে এখন পর্যন্ত তেমন বুকিং নেই।
হোটেল সি-গালের প্রধান নির্বাহী ইমরুল ছিদ্দিকী বলেন, হঠাৎ করে বিদেশি অতিথি কমে গেছে। গতকাল হোটেলে অবস্থান করছেন তিনজন বিদেশি। আপলোড : ৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩. ১২ মিঃ