বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় ওয়ার্ড কাউন্সিলর কোয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
কুষ্টিয়ায় ওয়ার্ড কাউন্সিলর কোয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর রক্তিম উদ্দিন কোয়েল, জুয়েল, শেখ দীপ্তর নামে চাঁদার অভিযোগ, চাঁদা না পেয়ে সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ম্যানেজার মোঃ আশরাফুল ইসলামকে তুলে নিয়ে যেয়ে, মারধরের অভিযোগ উঠেছে। কুষ্টিয়া শহরের ৪ নং ওয়ার্ডে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার হওয়ায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি হুমকি ধামকি সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা।
গত ৭ই মার্চ মঙ্গলবার সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ম্যানেজার মোঃ আশরাফুল ইসলামকে তুলে নিয়ে মারধর করে কোয়েল ও তার সন্ত্রাসী বাহিনী এবং বলতে থাকে তোর ক্ষমতা থাকলে কিছু করিস, আমার এলাকায় ব্যবসা করতে হলে আমাদের কথা মতই করতে হবে। আমাদের দাবী পূরন না করলে তোদের কপালে দু:খ আছে। এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনটি অভিযোগ করেন আহত ভূক্তভুগী সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম। এছাড়াও এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে অত্র এলাকায় যতগুলো কোচিং ও ব্যবস্যা প্রতিষ্ঠান আছে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত কালকের ঘটনায় প্রত্যক্ষ দর্শীরা জানান ৪নং ওয়ার্ডের কমিশনার কোয়েল বেপোরোয়া হয়ে উঠেছে। সন্ত্রসী মূলক আচারন করছে। একজন জনপ্রতিনিধির এমন আচারন কোন ভাবেই মেনে নেওয়া য়ায়না। সে জনগণের সেবাই নিয়োজিত থাকবে, জনগণের ভালমন্দ দেখবে, জনগণের রক্ষক হবে। কিন্তু সে তা না করে উল্টা জনগনের আতংকের কারন হয়ছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য যা করলে ভালো হয় সে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। সেই সাথে একজন জনপ্রতিনিধি এমন আচারন যাতে না করতে পারে সে বিষয়ে প্রশাশনের দৃষ্টি আকর্শন করছি।
এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড এর অভিযুক্ত কাউন্সিলর রক্তিম উদ্দিন কোয়েল এর সাথে কথা হলে তিনি বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন। এ বিষয়ে কুষ্টিয়া স্বনামধন্য কোচিং সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পরিচালক মোঃ নাহিদুল ইসলাম সোহান এর সাথে কথা হলে তিনি বলেন তিনি দির্ঘদিন ধরে আমার কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলে অর্থ আদায় করে থাকে। কিছু দিন আগে আমার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করছে। দিতে অপারোগতা প্রকাশ করলে সে আমার কর্মচারীকে তুলে নিয়ে মারধর করেছ্। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ১, রক্তিম উদ্দিন কোয়েল, ২, মোঃ জুয়েল, ৩, শেখ দিপ্ত সহ অজ্ঞাত আরো ১/২ জনের বিরুদ্ধে এজাহার জমা দিয়েছে। এজাহার জমা দেওয়ার পর তাদের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য তার আপন মামাতো বোনকে দিয়ে আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষন্ন করতে চক্রান্ত চালাচ্ছে। আমার প্রতিষ্ঠানের কোন এক শিক্ষক নাকি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, যা সম্পুন্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমার প্রতিষ্ঠানটি সিসি টিভির আওতা ভুক্ত। বর্তমান ডিজিটাল যুগে প্রেমের প্রস্তাব কোন না কোন ডিভাইজের মাধ্যমেই হতে পারে। এমন কোন তথ্য প্রমান দিতে পারলে আমাদেরকে যে সাজা দিবেন আমরা তা মাথা পেতে নিবো। আমি প্রশানের কাছে জোর দাবি জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। যাতে আগামিতে কেউ এমন জঘন্যতম কাজ করতে না পারে। এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। দুই পক্ষের পালটা পালটি অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রশাসনের একাধিক গোয়েন্দা সূত্র বলেন, কোয়েলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।