রবিবার ● ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জ থানা বাগেরহাট জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত
মোরেলগঞ্জ থানা বাগেরহাট জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: অভিন্ন মানদণ্ডের আলোকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা শ্রেষ্ঠ নির্বাচিত । এই নিয়ে জেলায় ৩য় বারের মতো তিনি এ গৌরব অর্জন করেন। জেলার ৯টি থানার ৯ জন অফিসার ইনচার্জের মধ্যে তিনি এ গৌরব অর্জন করেন।পুরস্কারে ভূষিত হন ।
ফেব্রুয়ারী২০২৩ মাসের আয়োজিত মাসিক কল্যাণ সভা বাগেরহাট জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। এ সভায় সভায় জেলার শ্রেষ্ঠ মোরেলগঞ্জ থানা হিসাবে মোরেলগঞ্জ থানার মোঃ সাইদুর রহমান এর হাতে মোরেলগঞ্জ থানা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত সম্মাননা সনদ তুলে দেন বাগেরহাট জেলার পুলিশ সুপার কে, এম, আরিফুল হক পিপিএম।
পুরস্কার লাভের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এ পুরস্কার মোরেলগঞ্জ বাসীর। তারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছেন।বাগেরহাট জেলার পুলিশ সুপার কে, এম, আরিফুল হক পিপিএম স্যারের দিকনির্দেশনা ও সহকর্মী সকল পুলিশ অফিসারদের সহায়তায় আমি এ পুরস্কার লাভ করেছি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুলিশ সুপার স্যারের প্রতি। যিনি পুরস্কারের জন্য মনোনীত করে কাজের মানোবল বাড়িয়েছেন দ্বিগুণ।
বাগেরহাট জেলার শ্রেষ্ঠ এসআই বিকাশ দত্ত
বাগেরহাট :: অভিন্ন মানদণ্ডের আলোকে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) বিকাশ দত্ত। মামলা, সাজা ও গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, মাদক ও চোরাই মালামাল উদ্ধারে সফল হওয়ায় ফেব্রুয়ারি মাসের জেলা শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কারে ভূষিত হন তিনি।
ফেব্রুয়ারী/২০২৩ মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত মাসিক কল্যাণ সভায় এসআই বিকাশ দত্তর হাতে সম্মাননা সনদ তুলে দেন বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার কে, এম, আরিফুল হক পিপিএম।
পুরস্কার লাভের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এ পুরস্কার মোরেলগঞ্জ বাসীর। তারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান স্যারের দিকনির্দেশনা ও সহকর্মী সকল পুলিশ অফিসারদের সহায়তায় আমি এ পুরস্কার লাভ করেছি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুলিশ সুপার স্যারের প্রতি। যিনি পুরস্কারের জন্য মনোনীত করে কাজের মানোবল বাড়িয়েছেন দ্বিগুণ।
মোরেলগঞ্জে সাংবাদিক হত্যার চেষ্টা মামলার আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিক ও কলামিষ্ট স্বপন মাহামুদকে হত্যার চেষ্টার দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন করা হয়েছে।
মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মামলার বাদি আপন ছোট ভাই কুদ্দুস খান জানান, গত ১৪ ফেব্রুয়ারী সকালে উপজেলার পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে তাদের পৈত্রিক ওয়ারেশী স্বত্ব দখলীয় জমিতে লেবার নিয়ে মাটি কাটাঁর কাজ করছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জনৈক ফারুক শেখের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী তাদের উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় সাংবাদিক স্বপন মাহামুদ ও ভাই কুদ্দুস খান আহত হন। গুরূতর রক্তাক্ত জখম স্বপন মাহামুদকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়। এ ঘটনায় ভাই কুদ্দুস খান বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় ১৭ ফেব্রুয়ারী মামলা দায়ের করেন। মামলা নন্বর -১৪।
তিনি মানববন্ধনে আরো জানান, হামলার সময় মোরেলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে ৯৯৯ ফোন দেয়া হলে তখন পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তার আহত ভাইকে উদ্ধার করে। কিন্তু ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও কোন আসামি গ্রেফতার হয়নি। মামলা তুলে নেয়ার জন্য আসামীরা হুমকি দিচ্ছে।