মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দিপু উরাও হত্যার প্রতিবাদে নওগাঁয় প্রান্তিক জনগোষ্ঠীর মানববন্ধন
দিপু উরাও হত্যার প্রতিবাদে নওগাঁয় প্রান্তিক জনগোষ্ঠীর মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি :: (৫এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৬.৫০মিঃ) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সোফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য ক্ষেতমজুর দিপু উরাও হত্যার প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদ, সিপিবি, বাসদ- নওগা জেলা কমিটি নওগাঁর মুক্তির মোড়ে সোমবার ৪ এপ্রিল সকাল ১১ টায় মানববন্ধন কর্মীসূচী পালন করে। জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুরের সভাপত্বিতে বক্তব্য রাখেন,জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, নওগা জেলা সাধারণ সম্পাদক ভারত পাহান, সাংগঠনিক সম্পাদক দেবলাল টুডু, আইন বিষয়ক সম্পাদক হাকিম উরাও, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা সভাপতি সুধীর পাহান, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাহান, সদস্য শিমন পাহান ও আনন্দ এক্কা প্রমূখ।
সংহতি বক্তব্য রাখেন বাসদ সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, একুশে উদযাপন পরিষদ নওগাঁ সাধারণ সম্পাদক নাইস পারভীন ও আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা মোশারফ চৌধুরী।
বক্তারা, অবিলম্বে দিপু উরাও হত্যা কারীদের গ্রেফতারের দাবী জানাই এবং দিপু উরাও দুই ছেলে বড় ছেলে কৃষ্ণ উরাও (১১) সূর্য্য রয়নপুর বিদ্যালয়ে ৩য় শ্রেণীর ছাত্র, ছোট ছোট ছেলে তুফান উরাও(৪) নিরাপওার দাবী জানান। দিপু উরাও রড় ভাই রুঘু সরদার নওগাঁর মহাদেবপুর থানায় ৩১ মার্চ ২০১৬ তারিখে একটি মামলা করেন মামলা নং -৩১/২০১৬ তদন্ত কর্মকতা পুলিশ উপ পরিদর্শক আব্দুর রহমান।