বুধবার ● ১৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ২৪টি ওয়েবসাইট উদ্বোধন করেন নিখিল কুমার চাকমা
রাঙামাটিতে ২৪টি ওয়েবসাইট উদ্বোধন করেন নিখিল কুমার চাকমা
রাঙামাটি :: মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের তৈরি ২৪টি পোর্টফোলিও ওয়েবসাইট শুভ উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এর ফলে প্রশিক্ষণার্থীরা ফ্রি-ল্যান্সার হিসেবে নিজেদের কার্যক্রম শুরু করলো। পার্বত্য চট্টগ্রামের জন্য এটি একটি যুগান্তকারী ঘটনা। ২৪টি পেশাদার ওয়েবসাইট তৈরী করে ফ্রি-ল্যান্সিং ও আউটসোর্সিং করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেনি। এর মাধ্যমে প্রমাণিত হলো পার্বত্য চট্টগ্রামের তরুণরা সুযোগ পেলে আইসিটি খাতেও বড় অবদান রাখতে পারে এবং আত্মকর্মসংস্থান করতে পারে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তরুণ-তরুণীরা এখন আউটসোর্সিং এ কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে ভাবতে খুবই ভালো লাগছে কথাগুলো বলেছেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের এ ধরণের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় ৪০ জন প্রশিক্ষণার্থীকে সোস্যাল মিডিয়া মার্কেটিং (এসএমএম), এ্যফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), গ্রাফিক্স, অডিও-ভিডিও ধারণ ও সম্পাদনা, এ্যনিমেশন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, মাল্টিমিডিয়া সফটওয়্যার ডেভেলপমেন্ট, আউটসোর্সিং ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
২৪টি পোর্টফোলিও ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য-পরিকল্পনা মো. জসীম উদ্দিন এবং প্রকল্প পরিচালক মংছেনলাইন রাখাইন, ত্রিমাত্রিক সিইও ওমর ফারুক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ। উদ্বোধন শেষে ২৪টি পোর্টফোলিও ওয়েবসাইট লাইভে দেয়া হয়। এসময় বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রশিক্ষণার্থীদের সঠিকভাবে প্রশিক্ষণ শেষ করে প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধি পথে এগিয়ে নেয়ার আহবান জানান।