মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরের বিদ্যুতে ঝলসে রাজমিস্ত্রির মৃত্যু
গাজীপুরের বিদ্যুতে ঝলসে রাজমিস্ত্রির মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মিঃ) গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে বিদ্যুতে ঝলসে এক রাজমিস্ত্রি মারা গেছেন ৷ নিহতের নাম সাইদ (১৮)৷
৫ এপ্রিল মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, রাজেন্দ্রপুর চৌরাস্তার পাশে ইনডেঙ্ কারখানার নতুন ছয়তলা ভবনের কাজ চলছে৷ রাজমিস্ত্রি সাইদ চারতলায় কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের হাই ভোল্টেজ লাইনে অ্যালুমিনিয়ামের একাংশ স্পর্শ করে৷
এতে সাথে সাথেই তার মুখমন্ডল ও শরীর ঝলসে যায়৷
পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার ডা. মো. আবদুস সালাম সরকার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে৷