

মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩
প্রথম পাতা » খেলা » বরকল উপজেলায় মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ সমাপনি
বরকল উপজেলায় মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ সমাপনি
ক্রীড়া প্রতিবেদক :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত ২০২২-২৩ বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে বরকল উপজেলায় বরকল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে গত ২১ ফ্রেবুয়ারি থেকে শুরু হওয়া চলমান মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ ২০ মার্চ-২০২৩ সনদপত্র বিতরণী মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে। স্থানীয় ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৬(ছত্রিশ) জন আগ্রহী স্কুল শিক্ষার্থী এ মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষনার্থীদেরকে সনদপত্র বিতরণ করেছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুনীল কান্তি চাকমা। সুবলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উতংগ মনি চাকমা,মিতিঙ্গাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত বিকাশ চাকমা এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এরকম প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া স্কুল শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলায় আগ্রহী হওয়ার লক্ষে তথা খেলাধূলায় পারদর্শী হয়ে প্রতিটি খেলোয়াড় একেকজন প্রতিভাবান খেলোয়াড় হিসাবে গড়ে উঠার সুযোগ করে দেয়ার জন্য জেলা ক্রীড়া অফিসারকে সবাই ধন্যবাদ জ্ঞাপন করেন। আনুষ্ঠানিকতার পূর্বে প্রশিক্ষণোত্তর প্রশিক্ষনার্থীদের প্রদর্শনী অনুশীলন প্রীতি ম্যাচ দেখে উপস্থিত সমবেত দর্শকবৃন্দ সবাই সন্তোষ প্রকাশ করেন। মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ প্রদান করেন বিলছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আশীষ চাকমা।