বুধবার ● ২২ মার্চ ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ২৭০ গৃহহীন পরিবার
নবীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ২৭০ গৃহহীন পরিবার
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: দেশের ৩৯ হাজার ৩৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই অনুষ্ঠানে ৭টি জেলার সব উপজেলাসহ মোট ১৫৯টি উপজেলাকে ২২মার্চ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
বুধবার ২২মার্চ সকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৭০ টি পরিবারের মধ্যে দলিল হস্তান্তর করেন হবিগঞ্জ জেলা এডিসি মিলু চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার সভাপতিত্বে ও পজিব কর্মকর্তা শাকিল আহমদ সঞ্চালনায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাক্তার আব্দুস সামাদ,নবীগঞ্জ উপজেলার সাবেক মেয়র অধ্যাপক তোফাজুল ইসলাম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন, সাবেক নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার হিমেল, নবীগঞ্জ ক্লাবের সভাপতি এম এ আহমেদ আজাদ, হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম তালুকদার। নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গলাল দাশ, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, দিনার পুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা অঞ্জন পুরকাস্থ প্রমুখ।
এর মধ্যে ১ম পর্যায়ে ১১০টি, ২য় পর্যায়ে ৬০টি ও ৩য় পর্যায়ে ৩৫৫টি গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার ২২মার্চ ২৭০ টি ঘর হস্তান্তর করা হয়।
প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এডিসি মিন্টু চৌধুরী বলেন, সারাদেশের ধারাবাহিকতায় ১৫৯টি উপজেলা মধ্যে আজ নবীগঞ্জ উপজেলাটি ভূমি-গৃহহীনমুক্ত হলো। জাতির পিতা স্বপ্ন দেখতেন সোনার বাংলার প্রতিটি মানুষ খুঁজে পাবে নিরাপদ আশ্রয়। এই আশ্রয়ণ প্রকল্প যেন সেই নিরাপদ আশ্রয়ের চূড়ান্ত রূপ।