বুধবার ● ২২ মার্চ ২০২৩
প্রথম পাতা » বগুড়া » কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা
কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা
আল আমিন মন্ডল, বগুড়া :: বুধবার বগুড়ার গাবতলী কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরন করেন প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি জান্নাতুল আলম খান রুমেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কাগইল ইউপির প্যালেন চেয়ারম্যান সাজেদুর রহমান শামীম, যুগ্ম সাধারন সম্পাদক মিলন মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য হারুন-অর-রশিদ, মহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শাহীন আকতার বানু, জামিরবাড়ীয়া হাইস্কুলের সভাপতি রিপু মিয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বাবলু মিয়া, আবু জাফর, মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু, আনছার আলী ভোলা, বিউটি বেগম, জাহানারা বেগম, শাহানাজ বেগম সহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
গাবতলীর নাড়ুয়ামালা হাইস্কুলে এসএসসিদের বিদায় ও নবীন বরণ
বগুড়া :: বুধবার বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, এমবিবিএস ডাক্তার রোকনুজ্জামান সোহাগ, ডাক্তার মামুনুর রশিদ মামুন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আব্দুল মালেক। বিদ্যালয়ের সভাপতি আবু জাহিদ পায়েল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা। আরো বক্তব্য রাখেন নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিব হাসান, নাড়ুয়ামালা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শামসুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুর রহিম। অন্যাদের মধ্য উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদস্য সিরাজুল ইসলাম, তাপস কুমার, স্থানীয় গণ্যমান্যদের মধ্যে ইকবাল হোসেন সবুজ মেম্বার, শহিদুল ইসলাম মেম্বার, শাহজাহান আলী সুনছু, আব্দুল মালেক, আমিনুল ইসলাম, সিদ্দিক, খোকন প্রমুখ।