শুক্রবার ● ২৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ সরকার আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধিনে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং প্রাথমিক পরিচর্যা বিষয়ে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) রাঙামাটি পার্বত্য জেলায় গত ১৯ মার্চ থেকে. ২৩ মার্চ পর্যন্ত প্রশিক্ষণার্থীদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কোভিড-১৯ মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং প্রাথমিক পরিচর্যা বিষয়ে রাউজান, বাঁশখালী, মিরসরাই, ফাটিকছড়ি, হাটহাজারী,পটিয়া, সাতকানিয়া, কর্ণফুলী, রুমা, রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি, মহেশখালী, উখিয়া, চকরিয়া, কুতুবদিয়া, বরকল, জুরাছড়ি, বাঘাইছড়ি, লংগদু, কাউখালী, রাজস্থলী, কাপ্তাই, নানিয়ারচর, থানচি, রোয়াংছড়ি, লামা, নাইক্ষ্যছড়ি, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, দিঘীনালা, পানছড়ি ও মহালছড়ির লিজা চাকমা, রুপ্না খাস্তগীর, কিরণা চাকমা, সুচিকা চাকমা, জবা চাকমা, চোমাচিং মারমা, রত্না চাকমা, পুষ্প সোনা চাকমা, তরুমা মারমা, জুলি চাকমা, অর্পা খিয়াং, জিরমুন কিম বম, জয়নাব বেগম, ইতি ইসলাম, কালো চাকমা, অনিতা চাকমা, রুইমাশোং মারমা, অনিকা চাকমা, বিজলী রানী সাহা, সুজনতা চাকমা, শেফালী চাকমা, জবা নাথ, মোসাঃ তাজরিন খাতুন, রাসেল আহম্মেদ, মাহমুদা আক্তার, মোছাঃ মোর্শেদা খাতুন, সহিদা পারভীন, বিউটি আক্তার, মোশফেকা খানম, ইতি সাহা, এলিপ্রু মারমা, অভিজিৎ তনচংগ্যা, সুমনা দেবী চাকমা, স্মৃতি রানী রক্ষিৎ, চঞ্চুমনি চাকমা, কৃপা চাকমা, পারভীন আক্তার, ইসমত আরা, সোনিয়া মল্লিক ও তানজিনা সোলতানা জেনি সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্য পরিদর্শীকা ৫দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষনার্থী হিসাবে অংশ গ্রহন করেন।
কোভিড-১৯ মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং প্রাথমিক পরিচর্যা বিষয়ে সমাপনি অনুষ্ঠান ২৩ মার্চ বৃহস্পতিবার আরপিটিআই একাডেমীক ভবনে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে রাঙামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই), অধ্যক্ষ, মো. ওবায়দুর রহমান সরদার ও বিশেষ অতিথি হিসাবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মূখ্য সম্পাদক নির্মল বড়ুয়া মিলন উপস্থিত ছিলেন।
এসময় রাঙামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) এর প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।