রবিবার ● ২৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র স্বাধীনতা দিবস পালিত
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র স্বাধীনতা দিবস পালিত
বোয়ালখালী, চট্টগ্রাম:: ২৬ শে মার্চ ২০২৩ রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে ২৬শে মার্চ বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
এই দিন স্মৃতিসৌধে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বকুল বড়ুয়া, আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার শরৎচন্দ্র বড়ুয়া, মুক্তিযোদ্ধা আবুল বাশার, সাংবাদিক অধীর বড়ুয়া, সংগীতশিল্পী ও শিক্ষক কমল বড়ুয়া, শিক্ষক প্রদুল কান্তি দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রকাশ বড়ুয়া, রাজু আচার্য্য প্রমূখ।