মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত, মামলায় গ্রেফতার ২
ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত, মামলায় গ্রেফতার ২
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৩৫মিঃ) গাজীপুরে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা পরশ চন্দ্র ঘোষ নিহতের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গ্রেফতারকৃতরা হলেন প্রদীপ মণ্ডল (২৭) ও মঞ্জুর আলম (২৫)৷ এছাড়াও হীরা নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ৷
৪ এপ্রিল সোমবার রাতে ধৃত দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে নিহতের ছেলে গৌতম চন্দ্র ঘোষ জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন ৷
জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, গাজীপুর মহানগরের সালনা কাথোরা মৈশানবাড়ি এলাকায় রবিবার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা পরশ চন্দ্র ঘোষ নিহত হন ৷ এ সময় ডাকাতরা মুক্তিযোদ্ধার ভাই নরেশ চন্দ্র ঘোষ, তার দুই ছেলে বিধান কৃষ্ণ ঘোষ (৩২) ও মৃণাল চন্দ্র ঘোষকে (২৮) কুপিয়ে জখম করে ৷ পরে ঘরে থাকা সোনার গয়না ও মালামাল লুট করে নিয়ে যায়৷ এছাড়া মো. হীরা (২৪) নামের আরেক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি ৷
মামলার বাদী গৌতম চন্দ্র ঘোষ বলেন, কয়েকদিন আগে বাড়ির পাশের রাস্তায় গাড়ি চালানোকে কেন্দ্র করে স্থানীয় যুবক প্রদীপের সঙ্গে আমার কথা কাটাকাটি হয় ৷ এক পর্যায়ে প্রদীপ আমাকে গালাগালি করে মেরে ফেলার হুমকি দেয় ৷ এর দুইদিন পরই আমার বাবা খুন হওয়ায় আমার ধারণা সেই বাবাকে খুন মালামাল লুট করেছে ৷ আহত নরেশ চন্দ্র ঘোষ (৬০), ভাতিজা বিধান কৃষ্ণ ঘোষ (৩২) ও মৃণাল চন্দ্র ঘোষকে (২৮) গুরুতর অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে ৷
উল্লেখ্য, ৩ এপ্রিল রবিবার রাত ২টার দিকে ৮-১০ জনের মুখোশপরা একদল ডাকাত নরেশ চন্দ্র ঘোষের বাড়ির প্রধান দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ডাকাতরা ৷ পরে নরেশ, বিধান ও মৃণালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার ও মালামাল লুট করে ৷ এর পরপরই নরেশের ভাই পরেশ চন্দ্র ঘোষের ঘরেও ডাকাতরা হানা দেয় ৷ এ সময় পরেশের ছেলে গৌতম ঘোষ ডাকাতদের চিনে ফেলেছে বললে তারা গুলি ছোড়ে৷ এ গুলি মুক্তিযোদ্ধা পরেশের কপালে বিদ্ধ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি ৷