রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চিরকুট লিখে আত্মহত্যা
রাউজানে চিরকুট লিখে আত্মহত্যা
আমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজানে চিরকুট লিখে জুবলি আকতার নামে সমবায় সমিতির এক নারী কর্মী আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় দিকে রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের মনো সারাং বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে তিন পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয় । আত্মহননকারী জুবলি ওই এলাকার আবদুস সালামের মেয়ে।
তার মরদেহের সঙ্গে পুলিশ যে চিরকুট উদ্ধার করেছে সেখানে লেখা আছে। ‘স্যার ওবাইদুল হক (উপজেলা সমবায় কর্মকর্তা), আসসালামু আলাইকুম। স্যার ওরা আমাকে এই পৃথিবীতে আর থাকতে দিল না। বৈশাখীর (সমবায় সমিতি) জন্য আমি এই পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলাম। আপনার থেকে পাওনা ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকাগুলো মাকে দিয়ে দিবেন, প্লিজ স্যার। আমার মা যেন যারা টাকা পাবে তা পরিশোধ করতে পারে। আপনি দশ দিনের মধ্যে দিয়ে দিবেন স্যার প্লিজ।’ জানা যায়, গত ৮ বছর আগে জুবলি আকতারের সঙ্গে কদলপুর ইউনিয়নের সোমবাইজ্জা হাট এলাকার জনৈক আজিজের বিয়ে হয়। বছর না পুরোতেই বিবাহ বিচ্ছেদ ঘটে। গর্ভের সন্তানের আশায় আর বিয়েতে বসেনি ওই নারী। ছেলে সন্তান ভূমিষ্ট হওয়ার পর বেঁচে থাকার জন্য বৈশাখী শ্রমজীবি সমবায় সমিতিতে হিসাব রক্ষকের চাকুরিতে যোগদান করেন। তার ছেলে জিদানের বর্তমান বয়স ৮বছর। জুবলির টাকা পাওয়ার বিষয়টি জানতে চাইলে রাউজান উপজেলা সমবায় কর্মকর্তা ওবাইদুল হক বলেন, ‘আমি তার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলাম। জিলান নামে সমবায় সমিতির রেজিস্ট্রেশনের জন্য দিয়েছিল। তিনি সেই ৫হাজার টাকা ফেরত দেওয়ার কথা জানালেও ৪০ হাজার টাকা লেনদেন অস্বীকার করেন।’ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান।
এবিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ‘গলায় ফাঁশ লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। চিরকুটে কি লিখা আছে তা তদন্ত সাপেক্ষ বলা যাচ্ছে না।’
রাউজানে নিখোঁজ প্রবাসীর লাশ উদ্ধার
রাউজান :: চট্টগ্রামের রাউজান থেকে নিখোঁজের ৫দিন পর নুর মোহাম্মদ নামে এক দুবাই ফেরত প্রবাসীর লাশ হাটহাজারী থেকে উদ্ধার করেছে পুলিশ। নুর মোহাম্মদ রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের সিকদার বাড়ির মৃত সুবেদার আব্দুর রশিদের পুত্র।
৩১ মার্চ (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের খাটাকালী খাল থেকে মাথার সাথে লুঙ্গি পেছানো অবস্থায় লাশটি উদ্ধার করে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে স্লুইস গেট এর পাশে লাশটি দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে দুপুরে লাশ উদ্বার করে পুলিশ।
নিহতের পুত্র ইসমাম নূর বলেন, গত ২৬ মার্চ বিকেলে আমার বাবা ঘর থেকে বাজার করার জন্য হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজির পর তার সন্ধান না পেলে ২৮ মার্চ রাউজান থানায় সাধারণ ডায়েরি করা হয়।
কাপ্তাই-সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের কাপ্তাই সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিথুন শিকদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১-মার্চ) সকাল ৬টার দিকে কাপ্তাই সড়কের মদুনাঘাট ব্রিজে এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত যুবক রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী ১ নম্বর ওয়ার্ডের পরিমল সিকদার এর পুত্র। এ বিষয়ে স্থানীয় নিশান চৌধুরী জানান, তারা সপরিবারে শহরে বসবাস করেন। বৃহস্পতিবার গ্রামের বাড়িতে একটি পূজার অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান শেষ শুক্রবার সকালে শহরে যাওয়া পথে কাপ্তাই মহাসড়কের মদুনাঘাট ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।