বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বোমা হামলা
স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বোমা হামলা
ঝিনাইদহ প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৫৮মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দপুর দুর্গাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলিনুর রহমানের বাড়ে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা ৷ রোববার মধ্যরাতে কালীগঞ্জ শহরের নিমতলা বাসষ্ট্যান্ড এলাকার বাসায় পর পর দুইটি বোমা ছুড়ে মারা হয়৷ খবর পেয়ে সোমবার সকালে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল এসে বোমার খোসা নিয়ে যায় ৷ চেয়ারম্যান প্রার্থী আলিনুর রহমার জানান, আগামী ১৩ এপ্রিল কালীগঞ্জে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মটরসাইকেল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন ৷ নির্বাচনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ বিএনপি ও আওয়ামীলীগের মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন ৷ তিনি অভিযোগ করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তাকে বসিয়ে দেওয়ার জন্য একটি মহল হুমকী ধমকি দিচ্ছে৷ গত ১৮ মার্চ দুর্বৃত্তরা তার বাড়িতে একটি চিঠির মাধ্যমে কেটে টুকরো টুকরো করা হবে বলে হুমকী দেয়৷ সব বিষয়গুলো পুলিশ ও নির্বাচন কমিশনকে জানিয়ে আসছি ৷ কিন্তুু কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ এ অবস্থায় রোববার রাত ১২টার দিকে কালীগঞ্জ শহরের নিমতলা বাসষ্ট্যন্ড পাড়ার বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা ৷ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার কারণেই তার বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে বলে আলিনুর মনে করেন ৷ ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে বাড়ির প্রচিরে বোমা হামলার চিহ্ন রয়েছে ৷ তাছাড়া প্রত্যক্ষদর্শীর ভাস্যমতে পুলিশ বোমার খোসাও নিয়ে গেছে ৷ এ বিষয়ে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, আমি স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে খবরটি জেনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি ৷ পাশাপাশি এ ঘটনায় মামলা করার জন্য প্রার্থীকে আমি পরামর্শ দিয়েছি ৷ বোমা হামলার বিষয়টি অস্বীকার করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার পাঠিয়ে ছিলাম ৷ কিন্তু বোমা হামলার কোন আলামত পাওয়া যায়নি ৷