রবিবার ● ৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ঢাকা » সুবিধা বঞ্চিত শিশুদের পাশে সবাইকে দাঁড়াতে হবে : বিচারপতি মীর হাসমত
সুবিধা বঞ্চিত শিশুদের পাশে সবাইকে দাঁড়াতে হবে : বিচারপতি মীর হাসমত
৮ এপ্রিল ২০২৩ শনিবার বিকেলে ঢাকার অভিজাত একটি হোটেলে সার্ক কালচারাল ফোরাম এর উদ্যোগে-” পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য “-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম মমতাজুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী।শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান মো.মন্জুর হোসেন ঈসার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালেয়র প্রফেসর ড. হামিদা খানম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান সরকার, সূতাকথন নারী উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসী,সাধারণ সম্পাদক হোসনে সাহানা পাপিয়া,ড.আব্দুল্লাহেল বারী,প্রফেসর ডাঃ এম এ সালাম,মো.আবুল কাশেম,মো.লুৎফর রহমান মিয়া। বিভাগীয় প্রধান কলেজের অধ্যাপক, হাসপাতালের ডাক্তারগণ, আইনজীবীগণ ইহা ছাড়াও অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান সহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্য রাখেন এবি এম লিটন।আলোচনা শেষে দেশ ও জাতির কল্যানে ইফতারের পূর্বে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী বলেন,সুবিধা বঞ্চিত শিশুদের পাশে থেকে দাঁড়াতে হবে।তিনি বলেন,যারা চিকিৎসা সেবা দেয় তাদেরকে ডাক্তার বলি,হজ্জ্ব করলে হাজী বলি,ছাত্র পড়ালে শিক্ষক কিংবা প্রফেসর বলি,ব্যাবসা করলে ব্যাবসায়ী বলি।তবে হারাম খেলে কেন হারামি বলেনা,সুদ খেলে কেন সুদখোর বলেনা,আমার খুব জানতে ইচ্ছে করে। সুদ কিংবা ঘুষও খাবেন রোজাও রাখবেন এবং মসজিদের সামনের কাতারে বসবেন আর বড় বড় দান করে যদি বেহশতের টিকিট চান তবে বোকার স্বর্গে বাস করছেন। ভালো হয়ে যান,ভালো হতে পয়সা লাগেনা।রোজা আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছে তা সবাইকে গ্রহণ করার আহবান জানান।
অনুষ্ঠানে নতুনধারাকে আবাসন শিল্পে বিশেষ অবদানের জন্য, সমাজসেবায় ড.আব্দুল্লাহেল বারী এবং নারীদের উন্নয়নে জান্নাতুল ফেরদৌসী ও হোসনে সাহানা পাপিয়া সহ ১০ জনকে স্বারক সম্মাননা প্রদান করা হয়।