শুক্রবার ● ১৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাট প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঘোড়াঘাট প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঘোড়াঘাট প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ১৪ এপ্রিল সকাল ১১ টায় আমন্ত্রিত অতিথি ও শিশুদেরকে নিয়ে কেট কাটার পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট প্রেসক্লাবের আহবায়ক আনভিল বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন ও সদস্য মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, একরামুল হক, সামসুল ইসলাম সামু ও প্রেসক্লাবের সদস্য ইফতেখার আহমেদ বাবু।
এ সময় ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য শফিকুল ইসলাম শফি, মোহাম্মদ সুলতান কবির, আবু সুফিয়ান, রাফসানজানী শুভ, শহিদ আলম, মাহফুজার রহমান, সোহানুজ্জামান সোহান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।