শুক্রবার ● ১৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » জনগণ ভয়-ভীতিহীন মুক্ত পরিবেশ চায় : ইউপিডিএফ
জনগণ ভয়-ভীতিহীন মুক্ত পরিবেশ চায় : ইউপিডিএফ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল)-এর সভাপতি প্রসিত খীসা ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বার্তায় পাহাড় ও সমতলের জনগণের প্রতি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
জীর্ণ পাতার মতো বহুল বিতর্কিত নৈশ ভোটে ক্ষমতাসীন সরকারকেও বিদায় নিতে হবে মন্তব্য করে শুভেচ্ছা বার্তায় ইউপিডিএফ নেতা বলেন,‘পাহাড় ও সমতলের জনগণ ভয়-ভীতিহীন মুক্ত পরিবেশে জীবন-যাপন করতে চায়। দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে পাহাড় ও সমতলে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সংবাদ মাধ্যমে প্রদত্ত নববর্ষের শুভেচ্ছা বার্তায় ইউপিডিএফ নেতা রাষ্ট্রীয় সংস্থার মদদে রোয়াংছড়িতে ৮ বম পাড়াবাসীকে হত্যাসহ পাহাড়ে নানা ধ্বংসাত্মক কাজে লিপ্ত অপরাধীচক্র ও চিহ্নিত কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীসমূহকে পাকিস্তানি দোসরদের পরিণতি স্মরণ করিয়ে দেন এবং ধ্বংসাত্মক পথ পরিহার করে তাদেরকে সমাজে ফিরে আসার আহ্বান জানান।