বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মনোনয়ন যুদ্ধে হেরে গেলেন বিশ্বনাথ আ.লীগের বিদ্রোহীরা
মনোনয়ন যুদ্ধে হেরে গেলেন বিশ্বনাথ আ.লীগের বিদ্রোহীরা
বিশ্বনাথ প্রতিনিধি :: (৬ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৬মিঃ) আগামী ৭ মে চতুর্থ দফায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে সারাদেশে৷ একইদিন ভোটগ্রহণ হবে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭টি ইউনিয়নে৷ এসব ইউনিয়নে ইতিমেধ্য আওয়ামী লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে৷ এমনকি চুড়ান্ত প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নৌকা প্রতিকের দলীয় মনোমনয়ন পত্রও ৷
অবশেষে দলীয় মনোনয়নের যুদ্ধে হেরে গেলেন দলের বিদ্রোহী গ্রুপের চেয়ারম্যান পদপ্রার্থীরা৷
নির্বাচনের তফসিল ঘোষনার পর দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু হয় বিশ্বনাথ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের৷ বিশ্বনাথ উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই এর লক্ষে গত ২৯ মার্চ উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয় ৷ উক্ত সভায় প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর ও দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আবুল কালাম জুয়েল বিনা প্রতিদ্বন্দিতায় ‘নৌকার মাঝি’ নির্বাচিত হন এবং বিশ্বনাথ সদর, খাজাঞ্চী, অলংকারী, দৌলতপুর ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় প্রার্থী নির্ধারণের জন্য ভোট গ্রহন করা হয়৷ ঐ সভায় লামাকাজী ইউনিয়নে কেউই প্রার্থী হওয়ার জন্য আবেদন করেননি৷
পরদিন আওয়ামী লীগের মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই এর লক্ষে উপজেলা আওয়ামী লীগের বিদ্রহী গুপের এক সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় ৭টি ইউনিয়নে দলীয় প্রার্থী নির্বাচিত করা হয়৷ এর মধ্যে লামাকাজী ইউনিয়নে ডাঃ শাহনুর হোসেন, খাজাঞ্চী ইউনিয়নে পীর লিয়াকত হোসেন (সাবেক ২বারের নির্বাচিত চেয়ারম্যান), অলংকারীতে আশরাফ আলী আরশ, রামপাশা ইউনিয়নে আজিজুর রহমান (সাবেক ২বারের নির্বাচিত চেয়ারম্যান), দৌলতপুর ইউনিয়নে আছাব উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়নে ছয়ফুল হক (সাবেক ২বারের নির্বাচিত চেয়ারম্যান) ও দেওকলস ইউনিয়নে ফখরুল আহমদ মতছিন(সাবেক ২বারের নির্বাচিত চেয়ারম্যান)৷
এদিকে, ৭টি ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে দুটি গ্রুপের মধ্যে চলে যুদ্ধ ৷ তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাদের চলে দৌড়ঝাপ৷ এই দৌড়ে একটি গ্রুপ (সাবেক সাংসদ শফিকুর রহমান অনুসারীরা) সফল হলেও বিদ্রোহীরা (আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী) ব্যর্থ হন৷ অবশেষে সকল জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনার অবসান ঘটে সোমবার ৷ গত রবিবার দলটির ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ড প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলার লামাকজী ইউনিয়নে ডাঃ শাহনুর হোসেন, খাজাঞ্চীতে শংকর চন্দ্র ধর, অলংকারীতে রফিক মিয়া এবং দৌলতপুর ইউনিয়নে আমির আলীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানানো হয়৷ পরদিন সোমবার বাকী ৩ ইউনিয়ন বিশ্বনাথ ইউনিয়নে আব্দুল জলিল জালাল, রামপাশায় এডভোকেট মোহাম্মদ আলমগীর ও দেওকলসে আবুল কালাম জুয়েল দলীয় মনোনয়ন পেয়েছেন৷
এদিকে, দলীয় মনোনয়ন বঞ্চিতরা নিজ নিজ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেব নির্বাচনে অংশগ্রহন করবে বলে জানা গেছে৷
চতুর্থ ধাপে নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ এপ্রিল ৷ মনোনয়নপত্র বাছাই হবে ১০ ও ১১ এপ্রিল৷ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল৷ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৯ এপ্রিল৷