বুধবার ● ২৪ মে ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে স্মাট ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন
নবীগঞ্জে স্মাট ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে স্মাট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ আগামী ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার এর সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দেব, পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, করগাঁও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সাবেক সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক সাগর আহমেদ প্রমুখ।
নবীগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভা
নবীগঞ্জ :: নবীগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার এর সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপুল চন্দ্র দেব, আইসিটি সহকারী প্রোগ্রামার কর্মকর্তা কাজী মঈনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সাবেক সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউ/পি সচিব মাওলানা আব্দুল আহাদ, প্রীতেশ রঞ্জন চৌধুরী, মোঃ আব্দুল আহাদ, রাসেন্ড কুমার দাশ, মোঃ সিদ্দিক আলী, ফখরুল আলম, নিলয় কান্তি দাশ, মোঃ রুকন উদ্দিন, মৃনাল কান্তি দাশ সহ সকল ইউনিয়নের সচিবগণ এবং সাংবাদিক সাগর আহমেদ প্রমুখ। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে গ্রাম পুলিশদের সহযোগিতায় ইউপি সচিবগণ শতভাগ তালিকা প্রণয়ন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।