বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে স্ট্যান্ডার্ড ব্যাংকে কোটি টাকা আত্মসাত্ কর্মকর্তা আটক
বিশ্বনাথে স্ট্যান্ডার্ড ব্যাংকে কোটি টাকা আত্মসাত্ কর্মকর্তা আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: (৬ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৮মিঃ) সিলেটের বিশ্বনাথে স্ট্যান্ডার্ড ব্যাংক শাখায় গ্রাহকের এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংক কর্মকর্তা হোসেন আহমেদকে (৩৫) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷
৫ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঠানটুলায় দুদক সিলেটের বিশেষ দুইটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে৷
আটক হোসেন আহমেদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালাদিঘী গ্রামের মৃত আবদুল ওয়াদুদের ছেলে৷ বর্তমানে লাভলী রোডের একটি বাসায় আত্মগোপনে ছিলেন তিনি৷
দুদক সিলেট কার্যালয় সূত্র জানায়, হোসেন আহমেদ বিশ্বনাথ স্ট্যান্ডার্ড ব্যাংক শাখার প্রথম সহ-সভাপতি হিসেবে কমরত ছিলেন৷ তিনি ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত ওই ব্যাংকে গ্রাহকের টাকা ভাউচারে গ্রহণ করেছেন৷ কিন্তু ম্যানুয়ালি টাকা গ্রহণ করলে তিনি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা দেননি৷
জানা যায়, প্রথমে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ১৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে৷ আলী হোসেনকে টাকা ফেরত দিতে চাপ দিলে তিনি পালিয়ে যান৷ ওই সময়ে ব্যাংকের কর্মকর্তা পারভেজ আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় দুদক আইনে একটি মামলা করেন৷ মামলাটি তদন্তের দায়িত্ব পড়ে দুদক সিলেট কার্যালয়ের৷ তখন দুদকের দুইটি বিশেষ দল তদনত্মে নামে৷ দুদক তদনত্ম করে ঘটনার সত্যতা পায়৷
অনুসন্ধান চালিয়ে দুদক প্রমাণ পায় ১৬ লাখ টাকা নয়, হোসেন আহমেদ ওই ব্যাংক থেকে মোট এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাত করেছেন৷ দুদক সন্দেহ করছে, ঘটনার সঙ্গে আরো কেউ কেউ জড়িত থাকতে পারেন৷ দীর্ঘ তদনত্মের পর দুদক হোসেন আহমেদের খোঁজে নামে৷ বিভিন্ন প্রযুক্তির সাহায্যে দুদকের দুইটি টিম সন্ধান পায় ওই পলাতক কর্মকর্তা লাভলী রোড ও পাঠানটুলা এলাকায় আছেন৷
মঙ্গলবার দুদকের দুইটি বিশেষ দল পাঠানটুলার ফুলকলির সামনে অভিযান চালিয়ে ব্যাংক কর্মকর্তা হোসেন আহমেদকে আটক করে৷
দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. মো. আবুল হাসান জানান, ব্যাংক কর্মকর্তা হোসেন আহমেদকে এক কোটি ১৫ লাখ আত্মসাতের ঘটনায় আটক করেছে দুদক৷ ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত আছেন৷ হোসেন আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ টাকা উদ্ধারের জন্য তথ্য নেয়া হচ্ছে ৷