রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক ৫০ বছর পূর্তি উদযাপন
ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক ৫০ বছর পূর্তি উদযাপন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুর ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি ” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
রবিবার ২৮ মে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বিময় সরকার, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডাঃ শামিম উদ্দিন মাসুম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু প্রমুখ।
শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।