বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি
ঝিনাইদহে ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় প্রচন্ড ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে৷ ঝড়ে ফসলী জমি, ফলদ-বনজ বৃক্ষ, বাড়ি-ঘর এর ব্যাপক ক্ষতি সাধিত হয়৷ ৫ এপ্রিল মঙ্গলবার রাত ৭ টা থেকে রাত ৮ টা পর্যনত্ম ঘন্টাব্যাপী এ ঝড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে৷
ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ মোঃ আকরামুল হক জানান, গতরাতে জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর উপজেলার উপর দিয়ে প্রচন্ড ঝড় ও বৃষ্টিপাত হয়৷ এতে উপজেলার আমগাছ, লিচু গাছ সহ বিভিন্ন ফসলী ক্ষেত, ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়৷ তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি৷ ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে ৷