বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঈশ্বরদী প্রতিনিধি:: (৬ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় রাত ৭.৪১ মিঃ) ঈশ্বরদীতে কৃষি বিভাগের উদ্যোগে ২০১৬ মৌসুমে মুগ ফসল চাষে সহায়তার লক্ষে কৃষি পূর্নবাসন কর্মসুচির আওতায় স্থানীয় উদ্যান নার্সারীতে ৬ এপ্রিল বুধবার সকালে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে৷ এ উপলক্ষে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু৷
ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিশ্বাস, আওয়ামীলীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, কৃষি কর্মকর্তা ড. হাসানুল কবীর কামালী ও আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান মালিথা৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম৷
বক্তারা বলেন, আওয়ামীলীগের সরকার হচ্ছে কৃষি বান্ধব সরকার৷ এ সরকার ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়নের জন্য কাজ করে ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১০ টাকায় কৃষকদের ব্যাংক একাউন্ট করে দিয়েছেন৷ এছাড়া বিভিন্ন সময়ে কৃষকদের নানা প্রকার সহায়তা প্রদান করে আসছেন৷ ২০১৬ মৌসুমে মুগ ফসল চাষে সহায়তার লক্ষে কৃষি পূর্নবাসন কর্মসুচির আওতায় সারা দেশের ন্যায় ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে৷ কৃষকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে মাঠে ফসল ফলিয়ে থাকেন৷ কৃষকেরা হচ্ছে এদেশের প্রাণ, তারা কৃষি কাজে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে৷ ঈশ্বরদী উপজেলার ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়৷