সোমবার ● ১৯ জুন ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে গাঁজাসহ আটক-৩
মহালছড়িতে গাঁজাসহ আটক-৩
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে প্রায় ৫০০গ্রাম গাঁজাসহ ৩মাদক সেবী ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(১৬ জুন)রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানাধীন টিএন্ডটি পাড়া ১নং ওয়ার্ড এলাকা থেকে প্রায় ৫০০গ্রাম গাঁজাসহ ৩জনকে আটক করে পুলিশের টহল টিম।
আটককৃতরা হলো- শান্তি নগর এলাকার বাসিন্দা মোঃ আব্দুল বারেক (৬০) পিতা-মৃত তোরাব আলী, মোঃ সোনা মিয়া(৩৮) পিতা-আবুল কাশেম, মোঃ জামাল (৫৫) পিতা-মৃত হাসেম কাজী। মহালছড়ি থানায় আব্দুল বারেক, সোনা মিয়া এবং মোঃ জামাল এর বিরুদ্ধে ২০১৮সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)এর ১৯(ক) মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে মহালছড়ি থানার ওসি আবুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই শ্রী মধুসুদন সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় আধা কেজি গাঁজাসহ ৩জনকে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।