মঙ্গলবার ● ২০ জুন ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে খামারিদের মাঝে অনুদান বিতরণ
ঈশ্বরগঞ্জে খামারিদের মাঝে অনুদান বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: “গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন ১২ মাস” এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সোমবার উপজেলার ১০জন খামারীদের মাঝে নগদ অর্থ অনুদান ও উপকরণ বিতরণ করা হয়েছে।
সবুজ ঘাসের বিপ্লব ঘটাতে প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তির হস্তান্তর প্রকল্পের আওতায় খামারি পর্যায়ে অধিক উৎপাদনশীল উন্নত জাতের ঘাসের প্রদর্শনী প্লট এবং সাইনবোর্ড স্থাপনের জন্য ওই প্রণোদনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হুমায়ুন কবির, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় খামারিদেরকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান ও প্রকল্পের জন্য সাইনবোর্ড প্রদান করা হয়েছে। খামারি রফিকুল ইসলাম জানান, এই প্রণোদনা পাওয়ায় আমরা উন্নত জাতের ঘাস চাষে আরও উৎসাহিত হয়েছি।