বুধবার ● ২১ জুন ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ সিসিক নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন
আজ সিসিক নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন
সিলেট প্রতিনিধি :: আজ বুধবার ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদপ্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন দিনের ৪৮ ঘন্টা আগে সব ধরনের প্রচারনা শেষ করেছেন। গত সোমবার শেষ সময় পর্যন্ত অর্থাৎ রাত ১২টা পর্যন্ত ব্যাপক প্রচার, প্রচারণা করে শেষ মুহুর্তের ভোট প্রার্থনা করেছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের সকলেই অবাধ ও সুঠু ভোট গ্রহণের আশা ব্যক্ত করেছেন।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা ও জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলের লাঙ্গল প্রতীকের মধ্যে ভোট যুদ্ধ অনুষ্ঠিত হবে।
সিলেট নগরবাসী ভোট দেয়ার অপেক্ষায় প্রহর গুণছেন। ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জেগেছে। ভোটররা মনে করেন নৌকা অথবা লঙ্গল প্রতীক এর মধ্যে যে কেউ সিসিক নির্বাচনে নির্বাচিত হয়ে নগর পিতার দায়িত্ব গ্রহণ করবেন। তবে আওয়ামীগ মনোনিত আনোয়ারুজ্জামান চৌধুরী কিছুটা এগিয়ে রয়েছেন প্রচারনার ক্ষেত্রে।
রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানান, ২১ জুন বুধবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৪টি।
এসএমপি পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ গণমাধ্যমকে জানিয়েছেন, সিসিক নির্বাচনের সব ভোট কেন্দ্রে ১৭৪৭টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
সিলেট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রতিটি ভোট কেন্দ্রে সকাল থেকে ইভিএম ভোটিং সরঞ্জামাদি পৌঁছানো হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৪২ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি টিমের সাথে এক প্লাটুন বিজিপি সদস্য, প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজরদারি থাকছে। র্যাবের ২২টি টিম নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালন করবে। সিসিকের ১৯০টি ভোট কেন্দ্রের ইভিএম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।