বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিক আফজালকে গুলিবর্ষণকারী পুলিশ সদস্যকে শাস্তির দাবি
সাংবাদিক আফজালকে গুলিবর্ষণকারী পুলিশ সদস্যকে শাস্তির দাবি
ঢাকা প্রতিনিধি :: (৬ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভোলা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য, এনটিভির ষ্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেনের শষ্যাপাশে দাড়িয়েছেন বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৷ মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালের কেবিনে তাকে দেখতে যান ৷ এ সময় তার চিকিত্সার খোঁজখবর এবং আইনী সহায়তা দেয়ার আশ্বাস দেন ৷ এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো, সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক সোনিয়া সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷ উল্লেখ্য, গত ৩১ মার্চ দ্বিতীয় দফায় ইউপি নির্বাচন চলাকালে ভোলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন ৷ প্রথমে তাকে ভোলা জেনারেল হাসপাতালে এবং পরে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয় ৷ সেখান থেকে চিকিত্সকরা উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠান ৷ সেখানকার চিকিত্সকরা তাকে সিটি হাসপাতালে ভর্তিও পরামর্শ দেন ৷ বর্তমানে তিনি সেখানে চিকিত্সাধীন আছেন ৷ এসময় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সুষ্ঠু তদনত্মের মাধ্যমে সাংবাদিক আফজাল হোসেন’র ওপর গুলি বর্ষনকারী পুলিশের দৃষ্টান্তামূলক শাস্তির দাবী করেন ৷ এছাড়া বিএমএসএফ রংপুর জেলা শাখার সদস্য সচিব নির্ভিক সাংবাদিক মশিউর রহমান উত্স হত্যা, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সমকাল শরীয়তপুর প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলটকে জীবননাশের হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী করা হয় ৷