শনিবার ● ২৪ জুন ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পানছড়িতে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব উজ্জ্বল ৭৪ বছর উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩ জুন সকাল ৯টার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে বঙ্গবন্ধু স্কোয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও পানছড়ি আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃইউসুফ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন,সহ সভাপতি নুর মোহাম্মদ,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, নজরুল ইসলাম মোমিন, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উৎপল চৌধুরী উজ্জ্বল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ,উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন,যুবলীগের সভাপতি আল আমিন,ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ সকল সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পানছড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
পানছড়ি ::খাগড়াছড়ি জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মাধ্যমে আনন্দ মুখর পরিবেশে খাগড়াছড়ির পানছড়িতে দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।
রথযাত্রা উপলক্ষে ২০ জুন ২০২৩ মঙ্গলবার সকালে পানছড়ি কেন্দ্রীয় দেবালয় মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় কেন্দ্রীয় দেবালয় মন্দির থেকে একটি বর্নাঢ্য রথযাত্রা বের হয়ে পানছড়ির প্রধান প্রধান সড়ক ও পাইলট ফার্ম বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে সনাতন ধর্মালম্বীদের ৫ শতাধিক মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।
দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজন।প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়।
পানছড়ি দেবালয় মন্দিরের সাধারণ সম্পাদক বিমান কান্তি দেব জানান, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতি বছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।
আগামী মঙ্গলবার (২৭ জুন ) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।