শনিবার ● ২৪ জুন ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঘোড়াঘাটে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ২৩ জুন সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
পরে উপজেলার রানীগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদের আলী খন্দকারের সঞ্চালনায় আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনধারার ওপর এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান পয়েল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লস্কর, গোলাম মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাহবুব কায়সার ইমন, দপ্তর সম্পাদক ফারুক খন্দকার, উপ-দপ্তর সম্পাদক শাকিল সরকার, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সমাজ সেবক কাজী ইসমেত আহমেদ রুশদ্ চৌধুরী, ঢাকা কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মাসুম আলী বিশাল প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাটে হাঁস-মুরগির খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে পিজি ও নন-পিজি খামারিদের হাঁস-মুরগির খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত প্রশিক্ষণ এবং মাঠ প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হলরুমে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আর্থিক সহযোগিতায় এ প্রশিক্ষণ এবং মাঠ প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন ডাঃ আরিফা পারভীন বন্যা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মতিন প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পিজি ও নন-পিজি ৪০ জন খামারি অংশগ্রহণ করেন।