শিরোনাম:
●   গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’ ●   জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবেনো : জয়নুল আবেদীন ●   বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে : মেয়র শাহাদাত হোসেন ●   ফটিকছড়িতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ●   রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ডেকোরেশন ব্যবসায়ী গুলিবিদ্ধ ●   একুশের প্রথম প্রহরে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ●   মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক মকছুদ আহমেদ ●   সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ●   কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   কুষ্টিয়ার চরমপন্থী নেতা আতিয়ার খাঁকে হত্যা করল তৃতীয় পক্ষ ফাঁসল ২য় পক্ষ -পর্ব ১ ●   হাটহাজারী উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   রাউজানে ভাষা শহীদের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন ●   নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ●   দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের প্রতি পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি ●   ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ●   বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলে একুশে ফেব্রুয়ারি পালন ●   রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত ●   মিরসরাইয়ে দুই স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই ●   রাঙামাটিতে ছাত্রলীগের সাবেক নেতা প্রকাশ চাকমা আটক ●   পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ ●   ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ ●   তহিরুন নেছা চৌধুরী একাডেমি’র উদ্যোগে গুণীজন সম্মাননা ●   রাউজানে ঘর থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা ●   ঝালকাঠিতে নিখোঁজ ২২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার ●   শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান ●   রাঙামাটি জেলায় তারুণ্যের উৎসব আয়োজন ●   পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম ●   কাউখালীতে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ জুন ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার ● ২৫ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার ( ২৩ জুন ) বিকালের দিকে এক আনন্দ র‌্যালী মাটিরাঙ্গা পৌরশহর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালী শেষে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন।
মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশিদ ফরাজী, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছির উদ্দিন আহাম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর এখনই সময় মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বলেন, সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে। সে লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস্তুপ থেকে উঠে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
একই সময়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগের সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.বাবুল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তসলিম উদ্দিন রুবেল সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাটিরাঙ্গা :: পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । ২১ জুন ২০২৩ইং সকাল থেকে বিকাল পর্যন্ত সর্বমোট ৮টি স্কুলের অংশ গ্রহনের মধ্যদিয়ে টানা এই বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম চলে ।
সবশেষে বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল হয়েছে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয়েছে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় । শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থী মোঃ সামিউল সামি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম । তিনি শিক্ষার মান উন্নয়নে বির্তক প্রতিযোগিতার বিকল্প নেই মন্তব্য করে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তুকের বাহিরেও দেশ বিদেশের নানা বিষয়ের উপর জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা রয়েছে বলে গুরুত্বারোপ করেন ।
বির্তক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মোঃ আসগর হোসেন । এ ছাড়াও বিচারক হিসেবে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোহ্তাচ্ছিম বিল্লাহ ও উপজেলা একাডেমী সুপার ভাইজার মোঃ শরীফুল ইসলাম বিদ্যুৎ ।
মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত এই বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির চেয়ারম্যান মোঃ মানিক মিয়া ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোহ্তাচ্ছিম বিল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা ইউসিসিএ এর চেয়ারম্যান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাবলু ।
এ চাড়াও গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক আলা উদ্দিন এর তত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবীবুর রহমান হাবীব খান, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম প্রমুখ ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)