বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রান্তিক জনগোষ্ঠীর দিপু উরাও এবং গৃহবধূকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে সমাবেশ
প্রান্তিক জনগোষ্ঠীর দিপু উরাও এবং গৃহবধূকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে সমাবেশ
রাজশাহী প্রতিনিধি :: (৬ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আদিবাসী ক্ষেতমজুর দিপু উরাও হত্যা ও দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী যুব পরিষদ এর উদ্যোগে বুধবার ৬ এপ্রিল ২০১৬, বিকালে রাজশাহী নগরীতে বিক্ষোভ মিছিল ও সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ৷ বিক্ষোভ মিছিলটি নগরীর গনকপাড়া মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাহেববাজর জিরোপয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয় ৷
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক হুরেন মুরমু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন্ত মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান ও আদিবাসী ছাত্র পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পাদক তরুন মুন্ডা প্রমুখ ৷
উল্লেখ্য, গত ৩০ মার্চ ২০১৬ তারিখে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সোফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের আদিবাসী ক্ষেতমজুর দিপু উরাও হত্যা করা হয় ৷ জেলার মহাদেবপুরে সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে ৩০ মার্চ ২০১৬ তারিখ বুধবার রাতে সামছুর রহমান নামে এক যুবক আদিবাসী দিপু উঁরাওয়ের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে ৷ স্ত্রীর চিত্কার শুনে হত্যাকারী সামছুর রহমানকে আটকানোর চেষ্টা করে দিপু উঁরাও ৷ এতে সামছুর রহমান দিপুর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান ৷ রাতেই গুরুতর আহত অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ৷ সেইদিনই ভোর ৫টার দিকে চিকিত্সাধীন অবস্থায় দিপু মারা যান ৷ ৩১ মার্চ ২০১৬ তারিখে এ ঘটনায় নিহত দিপুর ভাই খগেন উঁরাও সামছুরকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন৷ এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ আসামীকে গ্রেফতার করছে না ৷ দিপু উরাও রড় ভাই রুঘু সরদার নওগাঁর মহাদেবপুর থানা ৩১ মার্চ ২০১৬ তারিখে মামলা করেন মামলা নং -৩১, তদন্তকারী কর্মকতা আব্দুল রহমান ৷
অপরদিকে গত ৪ মার্চ ২০১৬ তারিখে দিনাজপুরের নবাবগঞ্জের ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের জাহানপুর আদিবাসী পল্লীতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্ঠা করে দুষকৃতিকারীরা ৷ এই ঘটনায় আদিবাসীরা বিচার দাবি করলে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে ৩ জন আদিবাসী গুরুতর আহত হন ৷ এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হলেও পুলিশ কোন আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেনি ৷
সমাবেশ থেকে বক্তারা আদিবাসীদের উপর সকল ধরনের নির্যাতন, নিপীড়ন, ধর্ষনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আদিবাসীদের জান-মাল ও জীবনের নিরাপত্তার দাবি জানান ৷