শনিবার ● ১ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই নাবিক কল্যাণ সমিতির যুগ পূর্তি ও ঈদ পুণর্মিলনী
মিরসরাই নাবিক কল্যাণ সমিতির যুগ পূর্তি ও ঈদ পুণর্মিলনী
আকতার হোসেন, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার সর্বস্তরের নাবিকদের সংগঠন মিরসরাই নাবিক কল্যাণ সমবায় সমিতির ১ যুগ পূর্তি ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০ জুন দিনব্যাপী অনুষ্ঠান উপজেলার জোরারগঞ্জ জলসা কমিউনিটি সেন্টারে মিরসরাই নাবিক কল্যাণ সমবায় সমিতির লিমিটেডের সভাপতি মোঃ হেলাল উদ্দিন ড্রাইভার’র সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন মাষ্টার ও সাইফুল ইসলাম সুমন মাষ্টারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।
এসময় প্রধান বক্তা হিসেবে আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ও বিশেষ বক্তা হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান ড্রাইভার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তালিম উল্যাহ ফকির, সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাষ্টার, চট্টগ্রাম নাবিক কল্যাণ সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুল করিম মাষ্টার, শ্রমিক সংগঠক আবুল খায়ের মাষ্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পেয়ার মাষ্টার।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক মাষ্টার, মাহমুদুল হক, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন হাওলাদার, আবু সাঈদ ড্রাইভার, মাহবুবুর রহমান মাষ্টার, আবুল বশর ড্রাইভার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুমন মাষ্টার, রেজাউল মাষ্টার, আমান উল্যাহ মাষ্টার, জিয়াউর রহমান মাষ্টার, ইউনুস মাষ্টার, সাইফুল মাষ্টার।
পুণর্মিলনী অনুষ্ঠানে ১৪ জন অতিথি দায়িত্বশীল সর্বমোট ৪৯ জনকে সহ সর্বমোট ৬৩ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মাষ্টার একাদশ বনাম ড্রাইভার একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইবেকারে ৩-২ গোলে ড্রাইভার একাদশ বিজয়ী হয়।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সুমন মাষ্টার জানান, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ৩৩ জন সদস্য নিয়ে মিরসরাই নাবিক কল্যাণ সমবায় সমিতি যাত্রা শুরু করে (যাহার নিবন্ধন নং-১৩৩৯৫)। বর্তমানে উক্ত সংগঠনে প্রায় ৭ শতাধিক সদস্য রয়েছে। ১ যুগ পূর্তি ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে নৌ-সেক্টরের সম্পৃক্ত আছেন এমন প্রায় ৩ হাজার লোকের সমাগম ঘটে।
অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা রক্ষার্থে জোরারগঞ্জ থানা পুলিশের এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলো।
সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়ে প্রীতি ফুটবল ম্যাচ, অতিথি বরণ, আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান, ফুটবল ম্যাচে বিজয়ের মাসে পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র’য়ের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।