বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির লংগদুতে হাতির আক্রমন : আতঙ্কে স্থানীয়রা
রাঙামাটির লংগদুতে হাতির আক্রমন : আতঙ্কে স্থানীয়রা
লংগদু প্রতিনিধি :: (৬ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ)
লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে বন্য হাতির সঙ্গে এলাকাবাসীর লড়াই যেন থামবার নয়, হাতি আসছে হাতির মতই । অব্যাহত ভাবে চালাচ্ছে তাদের বংসলীলা। মানুষ আহত হচ্ছে,মারা যাচ্ছে , ঘর-বাড়ি হারাচ্ছে । বিস্তীর্ণ ফসলের মাঠ পতিত হয়ে পড়ে থাকছে প্রতিনিয়ত। সম্প্রতি বন্য প্রাণীর আক্রমণে নিহত হলে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এতে মোটেই সন্তুষ্ট নয় এলাকাবাসী।
সাহায্য বা জীবনের মূল্য নয়, তারা হাতির কবল থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে চায়। সর্বশেষ গত ৩ এপ্রিল ২০১৬ তারিখে চাইল্যাতলী গ্রামের মোঃ মানিক মিয়া ও
মোঃ আক্তার আলীর বসত ঘড় ও ধান ক্ষেতে হাতির আক্রমনের ঘটনা ঘটেছে । এতে ঘরে মজুত থাকা ১০ মণ ধান ও কাঁঠালসহ স্থানীয় বিভিন্ন ফলের বাগানে
ব্যাপক ক্ষতিসাধনসহ বসত ঘর ভেঙ্গে ফেলেছে যার ক্ষতির পরিমাণ প্রায় ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা । ভয়ে রাতের বেলায় এলাকার অন্তত ৩০ পরিবার ভিটে ও আবাদি জমি ফেলে রেখে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে । এই এলাকায় গত কয়েক বছরে ব্যাপক প্রাণহাণির ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন কয়েক শত সাধারণ মানুষ।
ভিটে মাটি ছাড়ার কারণে চাইল্যাতলী এলাকার অনেক ক্ষুদ্র চাষী পরিবার হয়ে গেছে বেকার । এ বছর প্রায় শতাদিক একর আবাদি জমি অনাবাদি হয়ে পড়েআছে । বিনষ্ট হয়েছে কোটি কোটি টাকার সম্পদ ।
লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন, গুলশাখালী ইউনিয়ন ও বগাচত্তর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ বন্যহাতির আতঙ্কে রয়েছে । দেখা গেছে,
প্রতিদিন সমস্থ এলাকার প্রায় প্রতিটি বাড়িতে আগুনের মশাল তৈরী করে গ্রামবাসীরা পাহাড়ের টিলা এবং জঙ্গলের ফাঁকে ফাঁকে টং ঘর বানিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে প্রতিদিন।
চাইল্যাতলী এলাকাবাসীরা জানান, গ্রামে হাতির উপদ্রব শুরু হয়েছে । তারা জানান, বর্তমানে মাঠে ধান থাকায় হাতিদের নজর পড়েছে ওই ধানের ওপর।
যার ফলে প্রায় প্রতি রাতেই এই এলাকার কোনো না কোনো গ্রামে হাতির দল হামলা চালাচ্ছে ।
এলাকার জনসাধারন জেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তা চেয়েছেন।