বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূনর্মিলনী
ঘোড়াঘাটে ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূনর্মিলনী
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ-১০ম শ্রেণী/এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুর থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ঈদ পূনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ সুলতান কবির ও কো-আহ্বায়ক আবু তাহের এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, আব্দুল জোব্বার, মিলন চন্দ্র সরকার, নিতাই চন্দ্র সরকার, কল্যাণ চন্দ্র সরকার, প্রদীপ চন্দ্র সরকার, সালমা বেগম, ঈদ পূনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রাক্তন শিক্ষার্থী মোছা. রুমানা সুলতানা রুমা প্রমুখ। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য ও শিক্ষার্থীরা বিভিন্ন স্মৃতিচারণামূলক বক্তব্য তুলে ধরেন। পুনর্মিলনীটি শিক্ষক ও এসএসসি-২০০২ ব্যাচের অর্ধ-শতাধিক শিক্ষার্থীর পদচারনায় এক মিলন মেলায় পরিণত হয়।
শেষে শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের মাঝে শুভেচ্ছা পুরষ্কার তুলে দেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘোড়াঘাটে নবীন বরণ, কৃতি সংবর্ধনা সাংস্কৃতিক সন্ধ্যা
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে নবীন বরণ, কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে ঘোড়াঘাট উপজেলার হয়ে প্রতিনিধিত্ব করা দেশের বিভিন্ন স্থানে কর্মরত সংগঠনের কৃতি সন্তানদের অংশগ্রহণে আয়োজনটি এক মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রেজভী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুহীন কাওসার এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর রহমান, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান, নাট্য পরিচালক ও তরুণ উদ্যোক্তা কাজী আবু সাদ চৌধুরী, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব এসএম আরিফুল ইসলাম জিমন্যাস্ট প্রমুখ। এ সময় ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ প্রায় ১২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শেষে ঢাকা, রাজশাহী, রুয়েট, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনার ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।