শনিবার ● ৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক-২
ঘোড়াঘাটে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক-২
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মোটরসাইকেল চোর চক্রের ২ জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
শুক্রবার ৭ জুলাই দুপুরে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ সময় ২ জন কে আটক সহ ২টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দামোদরপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউনুস আলী (৪৫) তার ব্যবহৃত বাজাজ (RTR) একটি মোটরসাইকেল রাস্তায় রেখে নামাজের জন্য মসজিদে প্রবেশ করে। এরপর চোর চক্রের ৩ সদস্য মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় টের পেয়ে মসজিদের মুসল্লি ও এলাকাবাসী তাদের ধাওয়া করে তাদের ব্যবহৃত একটি ফ্রিডম মোটরসাইকেল সহ ২ জনকে আটক করে। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মোটরসাইকেল সহ ২ টি মোটরসাইকেল জব্দ থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাজিগ্রামের দুলু মিয়ার ছেলে মিন্টু মিয়া (২০) ও গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত গ্রামের বেলাল মিয়ার ছেলে মাহাবুব ইসলাম(২৫)।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২ জনকে আটক সহ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে সানজিদা আক্তার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার হাটপাড়া গ্রামে ঘরের তীরের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি একই গ্রামের শাহাজাদ আলীর মেয়ে।
নিহতের আত্মীয় ও স্থানীয়রা জানান, সানজিদা নামের ওই কিশোরী পরিবারের লোকজনের অজান্তে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত তিন বছর পূর্বে বাড়ির পাশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও দু’একবার গাড়ির নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীণ রয়েছে।