মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » এক্সক্লুসিভ » চট্টগ্রামে কসমেটিক পদ্ধতিতে প্রথম ওপেন হার্ট সার্জারী
চট্টগ্রামে কসমেটিক পদ্ধতিতে প্রথম ওপেন হার্ট সার্জারী
চট্টগ্রাম প্রতিনিধি :: বাংলাদেশের ইতিহাসে চিকিৎসা সেবায় বন্দর নগরী চট্টগ্রাম একটি উজ্জ্বল দৃষ্টান্ত যা স্থাপন করলো। কসমেটিক পদ্ধতিতে প্রথম ওপেন হার্ট সার্জারীর মাধ্যমে বন্দর নগরী চট্টগ্রামে চিকিৎসা সেবায় যুক্ত হলো আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত যা স্থাপন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের হার্ট সার্জনরা।
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার কর্নেল হাট এলাকার বাসিন্দা নিহার বিন্দু সাহার স্ত্রী কৃঞ্চা রানী সাহার কসমেটিক পদ্ধতিতে এই ওপনে হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
নিহার বিন্দু সাহা বলেন, ‘আমার স্ত্রী কিছু দিন আগে শ্বাসকষ্ট ও বুক ধরপড় অনুভব করে। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে অনেক পরীক্ষা নিরিক্ষার পর জানতে পারি তার হার্টে সমস্যা রয়েছে। দ্রুত ওপেন হার্ট সার্জারির জন্য পরামর্শ দেন ডাক্তাররা। বুকের মাঝখানে কেটে ওপেন হার্ট সার্জারি করাতে আমার স্ত্রী রাজি না হওয়ায় তাই আমরা অনেক হার্ট সার্জনের কাছে কসমেটিক পদ্ধতিতে ওপেন হার্ট সার্জারি করানো জন্য আবেদন জানাই কিন্তু তাঁরা কেউই রাজি হননি। সবশেষে মেট্রোপলিটন হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ডা. সারওয়ার কামালের কাছে আসলে তিনি কসমেটিক পদ্ধতিতে ওপেন হার্ট সার্জারি করতে সম্মত হন।’
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ডাঃ সারওয়ার কামাল বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানের ক্রমাগত অগ্রগতির ফলে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার। আর এই প্রযুক্তি ব্যবহার করেই আমরা মানুষের সেবা দিয়ে যাচ্ছি। প্রযুক্তি ব্যবহার করেই বুকের মাঝ খানে না কেটে বিকল্প পদ্ধতিতে আমি ও আমার টিম কৃঞ্চা রানী সাহার কসমেটিক পদ্ধতিতে ওপেন হার্ট সার্জারী সম্পন্ন করেছি যা চট্টগ্রামে এই সর্ব প্রথম।’
হার্ট সেন্টারের এনেস্থেলজিস্ট ও ইনটেনসিভিস্ট অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান জানান, রোগী বর্তমানে সুস্থ আছে। আগামী সাত দিনের মধ্যে বাড়ি চলে যেতে পারবে। এই ঝূকিপূর্ণ অপারেশনে সার্বক্ষণিক সহযোগিতা করেন ডাঃ শরীফুল ইসলাম, ডাঃ রাজীব বসাক ও পারফিউশানিস্ট দুলালুর রহমানসহ প্রশিক্ষিত নার্স ও টেকনেশিয়ানরা।
আপলোড : ৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬. ৫৬ মিঃ