বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ভোরের পাতা সম্পাদকের বিরুদ্ধে মামলা করবেন প্রতারিতরা
ভোরের পাতা সম্পাদকের বিরুদ্ধে মামলা করবেন প্রতারিতরা
ঢাকা প্রতিনিধি :: ভোরের পাতা সম্পাদক কাজী এরতেজা হাসানের ন্যাক্কারজনক প্রতারণা সংবাদপত্র শিল্পকে কুলষিত করেছে । অনেককে বেতানের খাতায় স্বাক্ষর নিয়ে তাদের বেতন না দিয়ে অফিস থেকে তাড়িয়ে দিয়েছেন সম্পাদক এরতেজা হাসান ও তার পালিত সন্ত্রাসীরা। তাকে মুখোশধারী ভ-র সাথে তুলনা করা হলে খুব একটা বাড়িয়ে বলা হবে না। প্রতারিতা জানান, বেতন চাইতে গেলে এরতেজা হাসান অস্ত্রের মুখে শারীরিক নির্যাতন করে। অনেককে বকেয়া বেতনের জন্য অফিসে ডেকে নিয়ে খাতায় স্বাক্ষর দিতে বলা হয়। স্বাক্ষর দেবার পরই এরতেজা হাসান ও তার সন্ত্রাসীরা বেতন না দিয়ে জোর পূর্বক অফিস ত্যাগে বাধ্য করে। দৈনিক ভোরের পাতা পত্রিকার রিপোর্টার, সাব এডিটর ও কম্পিউটার অপারেটরসহ প্রায় ৩০ জন সংবাদকর্মী চাকরিচ্যুত করা হয়। তারা সবাই এরতেজা হাসানের প্রতারণার শিকার হয়েছেন। এরতেজা কথিত বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের চেয়ারম্যান হওয়া স্বত্ত্বেও ভোরের পাতার দেড় থেকে দুই বছর কর্মরত সংবাদ কর্মীদের কোন সাপ্তাহিক ছুটি দেননি। এ অতিরিক্ত কাজের জন্য কোন ওভারটাইমও দেয়নি। ওয়েজবোর্ড অনুযায়ী সকল সুবিধা ভোগ করার পরও সে অনুযায়ী কাউকেই বেতন দেওয়া হয়নি। প্রতারিতরা ৬ এপ্রিল বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর উভয় অংশে লিখিত অভিযোগ দায়ের করেন। এখন তারা মামলা দায়েরসহ অন্যান্য কর্মসূচীর প্রস্তুতি গ্রহণ করেছে।