বুধবার ● ১৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হলদে পাখি সম্প্রসারণের লক্ষে ১ দিনের ওরিয়েন্টেশন
গাজীপুরে হলদে পাখি সম্প্রসারণের লক্ষে ১ দিনের ওরিয়েন্টেশন
মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: গাজীপুর টাউনের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় হলদে পাখি সম্প্রসারণের লক্ষে ১ দিনের ওরিয়েন্টেশন কোর্স মঙ্গলবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের গাজীপুর জেলা কমিশনার যোবেদা আখতারের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ ও কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক কাজী নূরুন্নাহার বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বলা রাণী সাহা।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের গাজীপুর জেলা সাধারণ সম্পাদক ও জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়া সুলতানা, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা, গাজীপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলার স্থানীয় কমিশনার ও বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা বেগম, এসোসিয়েশনের গাজীপুর সদর উপজেলার কোষাধ্যক্ষ ও ধীরাশ্রম জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাহামিনা বেগম, এসোসিয়েশনের কালিয়াকৈর উপজেলার স্থানীয় কমিশনার স্নেহ বাড়ই, এসোসিয়েশনের শ্রীপুর উপজেলার স্থানীয় কমিশনার শামছুন নাহার, এসোসিয়েশনের ঢাকা অঞ্চলের ট্রেইনার কাজী শামীমা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্ল গাইডস্ শিক্ষকবৃন্দ।