বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজীপুরে ব্রি’র সঙ্গে সহযোগিতা জোরদার করতে চান ভূটানের কৃষিমন্ত্রী
গাজীপুরে ব্রি’র সঙ্গে সহযোগিতা জোরদার করতে চান ভূটানের কৃষিমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: ভূটানের কৃষি ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়েশী দর্জি তার দেশকে উদ্বৃত্ত চাল উত্পাদনের দেশে পরিণত করতে ব্রি’র সঙ্গে সহযোগিতা জোরদার করতে চান৷ তিনি ৭ এপ্রিল বুধবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করতে এসে এক মত বিনিময় সভায় তার এ আগ্রহের কথা জানান৷
ব্রি’র মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস প্রতিষ্ঠানে মন্ত্রী লিয়েনপো ইয়েশী দর্জি ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান এবং ইনস্টিটিউটের চলমান কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন৷ এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বিগত বছরগুলোতে ধান উত্পাদনে বাংলাদেশকে উদ্বৃত্ব অবস্থানে নিয়ে যাওয়াসহ প্রতিষ্ঠানের অর্জন ও অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন এবং ভূটানের সঙ্গে ব্রি’র সহযোগিতা সমপ্রসারণের ক্ষেত্রসমূহ সম্পর্কে আলোকপাত করেন৷
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলে ওয়াহেদ খোন্দকার, ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহান কবীর, ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী, প্রতিষ্ঠানটির উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মো. আবু ছালেক, গবেষণা বিভাগ সমূহের প্রধানগণ, উর্ধতন বিজ্ঞানী ও কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত ইরি প্রতিনিধি ড. পল ফক্স অনুষ্ঠানে যোগ দেন৷
বিজ্ঞানী ও নীতি নির্ধারক পর্যায়ে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে মত বিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি ব্যবহার করে দেশের জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক সঙ্গে কাজ করে কিভাবে আরো ফলপ্রসূ অবদান রাখা যায় সে নিয়ে তারা কথা বলেন৷
ভূটানের মন্ত্রী ইয়েশী দর্জি ধান উত্পাদনের ক্ষেত্রে এ দেশের অসাধারণ সাফল্যের কথা উলেস্নখ করেন এবং তার দেশে অনুরূপ সাফল্য অর্জনের লক্ষ্যে ব্রি’র সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরম্নত্ব আরোপ করেন৷
তিনি বলেন, ব্রি’র উচ্চ ফলনশীল ধানের জাতসহ বিভিন্ন উত্পাদন প্রযুক্তি ভূটানকে ধান উত্পাদনে উদ্বৃত্ব দেশে পরিণত করতে সহায়ক হতে পারে৷
তিনি ব্রি’র জৈব প্রযুক্তি, উদ্ভিদ প্রজনন ও কৃষি যান্ত্রিকায়ন কার্যক্রমসহ বিভিন্ন বিভাগ, জিন ব্যাংক এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইনস্টিটিউটের প্রস্তুতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন৷