বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৩ গ্রামের ৩০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে ৩ গ্রামের ৩০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে তিনটি গ্রামের প্রায় ৩০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত৷
৬ এপ্রিল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের চন্দ্রা জোনাল অফিস কর্তৃপক্ষ৷ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভুমি) মোঃ সিরাজুল ইসলাম৷
ভ্রাম্যামান আদালত আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, দীর্ঘদিন আগে উপজেলার খাড়াজোড়া এলাকার মূল সঞ্চালন পাইপ লাইন থেকে রাতের আধারে উপজেলার গোয়ালবাথান, বরিয়াবহ ও রসুলপুর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয় একটি প্রভাবশালী মহল৷ যার ফলে উপজেলাসহ বিভিন্ন স্থানে বৈধ গ্রাহকদের মধ্যে গ্যাস সংকট দেখা দেয়৷ এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকার মূল সঞ্চালন পাইপ থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ২ হাজার ফুট পাইপ উঠিয়ে ফেলে জব্দ করা হয়৷
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের ম্যানেজার মোঃ সুরুজ আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কায়ক্রম শুরু হয়েছে৷ উপজেলার যে সব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে পর্যায়ক্রমে তা বিচ্ছিন্ন করা হবে এবং ভ্রাম্যমান আদালত চলমান থাকবে৷