বৃহস্পতিবার ● ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে মাদকসহ বৈদেশিক মুদ্র জব্দ : আটক-১
আলীকদমে মাদকসহ বৈদেশিক মুদ্র জব্দ : আটক-১
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি মদ ও গাজা এবং বৈদেশিক মুদ্রা জব্দ করেছে আলীকদমে সেনা জোনের সদস্যরা। এসময় মাঃ আতিকুর রহমান (৩৫) নামে এক জনকে আটক করা হয়েছে।
২৬ জুলাই দুপুর ১২টায় আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মো. মাজহারুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান দল আলীকদম বাজারস্থ জিয়া বোডিংএ অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল উদ্ধার করে। এসময় হোটেল মালিক মো. আতিকুর রহমান (৩৫) কে গ্রেফতার করা হয়। আটককৃত অবৈধ মালামাল ও আসামিকে তার ছোট ভাই সাদ্দাম হোসেন এর উপস্থিতিতে আলীকদম থানা সোফর্দ্দ করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান পশ্চিম বাজার পাড়ার মৃত আব্দুস সালাম সওদাগর এর ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিকে পরিচালিত অভিযানে ১১ বোতল বিদেশি মদ, দেশি নগদ ২১ হাজার ১ শত ৪৫ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর পর তার বাড়ীতে অভিযান চালিয়ে ৩ পেকেট বার্মিজ সিগারেট ১’শ গ্রাম গাঁজা ও ৬২ হাজার কিয়াট মায়ানমারের টাকা উদ্ধার করা হয়।
সেনা সূত্র আরো জানায় জোন সদরের এফএসদের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আটককৃত আতিকুর রহমান আবাসিক হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। মায়ানমার থেকে অবৈধ পথে এসব মাদক নিয়ে এসে আলীকদম ও আলীকদমের বাইরে বিভিন্ন এলাকায় বিক্রয় করছে।